For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যুক পাকিস্তান! এফ১৬-র যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পেশ করে অভিযোগ বায়ুসেনার

এবার পাকিস্তানের একের পর এক মিথ্য়া বয়ান ও দাবি নিয়ে সরব হল ভারত। বৃহস্পতিবার তিন বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের এই মিথ্যা তথ্য জ্ঞাপনকে তুলোধনা করে ভারতীয় বায়ুসেনা।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

এবার পাকিস্তানের একের পর এক মিথ্য়া বয়ান ও দাবি নিয়ে সরব হল ভারত। বৃহস্পতিবার তিন বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের এই মিথ্যা তথ্য জ্ঞাপনকে তুলোধনা করে ভারতীয় বায়ুসেনা। প্রমাণ পেশ করে পাকিস্তানকে মিথ্যুক বলে প্রতিপন্ন করা হয়।

ভারতের এয়ার স্ট্রাইকের পর থেকেই পাকিস্তান সমানে হুঁশিয়ারি দিয়ে আসছিল। বুধবার পাকিস্তানের যুদ্ধবিমান রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এফ-১৬-র তিনটি যুদ্ধবিমান নিয়ে অনুপ্রবেশ করে পাকিস্তানের এয়ারফোর্স। কিন্তু, ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান তাদের তাড়া করতেই পালিয়ে যায়। এই ঘটনার কথা অস্বীকার করে পাকিস্তান উল্টে দাবি করে ভারতীয় বায়ুসেনা ফের পাকিস্তানে ঢোকার চেষ্টা করলে তাদের বিমানবাহিনী প্রতিরোধ করে। ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসেরও দাবি তোলে এবং ২ পাইলট তাদের হেফাজতে আছে বলেও দাবি করে পাকিস্তান। এমনকী এই দাবিও করা হয় যে একটি ভারতীয় যুদ্ধবিমান পাক ভূখণ্ডে পড়লেও অন্যটি ভারতীয় ভূখণ্ডে পড়েছে। কিন্তু, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বায়ুসেনা এমনকিছু তথ্য প্রমাণ পেশ করেছে যাতে দাবি করা হচ্ছে যে পাকিস্তান এফ১৬ বিমান নিয়ে ভারতে হামলা করেছিল।

বুধবার সকালে পাকিস্তানের অনুপ্রবেশ

বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল রবি কাপুর জানান, বুধবার সকালে পাকিস্তানের সশস্ত্র কয়েকটি এফ১৬ বিমান ভারতের ভিতরে ঢুকে আসে। আগে থেকেই এমন সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত ছিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের যুদ্ধবিমানকে এবার মিগ নিয়ে ধাওয়া করে ভারতীয় বায়ুসেনা। এই সময় পাক যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। কিন্তু, সেই বোমা এমন একটি জনবসতিহীন জঙ্গলে পড়ে যেখানে কারোর প্রাণহানি ঘটেনি।

মিগ ২১-এর নিশানায় এফ ১৬

ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল রবি কাপুর জানান, পাকিস্তান দাবি করেছে তারা বুধবার এফ ১৬ বিমান নিয়ে বের হয়নি। অথচ, ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বিমানের গুলিতে পাকিস্তানের একটি এফ ১৬ বিমান নষ্ট হয়ে যায়। এই মিগ ২১ বিমানটি চালাচ্ছিলেন উইং কমান্ডার অভিনন্দন। তবে, এই গুলি করার ঘটনাটি ভারতীয় ভূখণ্ডেই ঘটেছিল। পাকিস্তান বিমানবাহিনীর সেই ধ্বংস হওয়া এফ ১৬ বিমানের কিছুটা অংশ রাজৌরি সেক্টরে ভারতীয় ভূখণ্ডে পড়ে বাকিটা নিয়ন্ত্রণরেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরে পড়ে বলে জানান এয়াই ভাইস মার্শাল। পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান থেকে ভারতের মিগ ২১কে গুলি করা হয়। এর জেরে তা গোত্তা খেয়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ভেঙে পড়ে। ইজেক্ট করে কোনওমতে বেরিয়ে আসেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। কিন্তু, স্থানীয় বাসিন্দাদের সাহায্য়ে পাক সেনা অভিনন্দন-কে গ্রেফতার করে।

এফ ১৬-র কথা অস্বীকার পাকিস্তানের

বুধবার দিনভরই পাক সেনাবাহিনী ভারতের তাদের ঢুকে পড়া নিয়ে একেক সময়ে একেক তথ্য দিতে থাকে। যার জেরে বিভ্রান্তি আরও বেড়ে যায়। পাক সেনাবাহিনীর মুখপাত্র আন্তর্জাতিক মিডিয়ার সামনেই অস্বীকার করেন যে তারা সেদিন কোনও এফ১৬ ব্যবহার করেছিল। ভারতীয় বায়ুসেনা এদিন যে প্রমাণ পেশ করেছে তারমধ্যে আমরাম বা এএমআরএএএম ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রয়েছে। ভারতীয় বায়ুসেনার মতে, এই ক্ষেপণাস্ত্র আমেরিকায় তৈরি এফ ১৬ বিমানেই থাকে এবং তা ব্যবহার করতে গেলে ইলেক্ট্রনিক সিগনেচার লাগে। পাকিস্তান যদি এফ ১৬ যুদ্ধ বিমান ব্যবহার করেনি তাহলে এই আমরাম ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এল কোথায় থেকে? প্রশ্ন তুলেছে বায়ুসেনা।

আমারাম ক্ষেপণাস্ত্রের প্রমাণ পেশ

আমারাম ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এদিনের সাংবাদিক সম্মেলনে তুলেও ধরে ভারতীয় বায়ু সেনা। এরসঙ্গে বেশকিছু টুকরো টুকরো জিনিসও পেশ করা হয়। বায়ুসেনার দাবি এগগুলি সবই এফ ১৬ বিমানের ধ্বংসাবশেষ।

বালাকোট হামলার প্রমাণও রয়েছে

বায়ুসেনা এদিন পরিস্কার দাবি করে জানায় বালাকোটে এয়ার স্ট্রাইকে যে সব প্রমাণ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে তাতে স্পষ্ট সেখানে জঙ্গি শিবিরের সন্ধান মিলেছে। সরকার সময় মতো এই প্রমাণ সর্বসমক্ষে আনবে বলেও জানিয়ে দেয়।

English summary
At last Indian Air Force presents the proofs of wreckage F-16 in press conference on Thursday evening and attacks Pakistan as liar on various issues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X