For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী রাজ্যেই রয়েছে 'পাকিস্তান', শিশুর বার্থ সার্টিফিকেট নিয়ে বিপাকে পরিবার

মোদী রাজ্যেই রয়েছে 'পাকিস্তান', শিশুর বার্থ সার্টিফিকেট নিয়ে বিপাকে পরিবার

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে সিএএ, এনআরসি নিয়ে আলোচনা আর আন্দোলন। কেউ পক্ষে তো কেউ বিপক্ষে। আর যাঁরা প্রতিবেশী দেশ থেকে এসেছেন কিংবা যাঁদের জন্মের সার্টিফিকেট নেই, তাঁদের চিন্তাটা একটু অন্য ধরনের কিন্তু এই পরিস্থিতিতে যদি শিশুর জন্ম সার্টিফিকেটে যদি 'পাকিস্তান' বলে উল্লেখ থাকে। না এমনই পরিস্থিতি মোদী রাজ্যে।

পাঠান পরিবারে শিশুর জন্ম

পাঠান পরিবারে শিশুর জন্ম

২০১৮-র ১ অক্টোবর মহম্মদ উজের খানের জন্ম। বাবা ও মা হলেন যথাক্রমে আরবাজ খান পাঠান এবং মহেকবানু পাটান। পরিবারটি বাস করে ভাদভা রেলওয়ে ক্রসিং-এর কাছেই চার মালিয়া সোসাইটিতে।

৩ ফেব্রুয়ারি হাতে বার্থ সার্টিফিকেট

৩ ফেব্রুয়ারি হাতে বার্থ সার্টিফিকেট

শিশুটির পরিবারের সদস্যরা ৩ ফেব্রুয়ারি বার্থ সার্টিফিকেট হাতে পেয়েছেন। আর তারপর তা পড়েই মানসিক আঘাত পেয়েছেন তারা। সেখানে ল্যান্ডমার্ক হিসেবে লেখা রয়েছে নেয়ার পাকিস্তান রেলওয়ে স্টেশন।

শিশুর বার্থ সার্টিফিকেট নিয়ে মুশকিলে পরিবার

শিশুর বার্থ সার্টিফিকেট নিয়ে মুশকিলে পরিবার

আহমেদাবাদের ভাদবা এলাকায় বসবাসকারি একটি পরিবার তাদের আঠারো মাসের সর্ব কনিষ্ঠ সদস্যের জন্য আহমেদাবাদ পুরসভারক তরফ থেকে যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তাতে উল্লেখ রয়েছে পাকিস্তান শব্দ। ঠিকানার জায়গায় উল্লেখ করা হয়েছে পাকিস্তান রেলওয়ে ক্রসিং।

'ছোটা পাকিস্তান'

'ছোটা পাকিস্তান'

এলাকাটির সরকারি নাম হল বসন্ত গজেন্দ্রগাদকার নগর ইডব্লুএস হাউসিং। রাজ্যের জনসংঘ পার্টির প্রথম সভাপতির নাম অনুসারে দেওয়া হয়েছে নামটি। মুসলিম অধ্যুষিত এলাকায় এই হাউসিং-এ বসবাস ২২০০ টি পরিবারের।

English summary
Pakistan in Gujarat's Vatva areas child's birth papers shocks kin. Address line said, Near Pakistan Railway Station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X