For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাবকে ফের অশান্ত করতে ফের পাকিস্তানের ষড়যন্ত্র! তথ্য দিয়ে স্পষ্ট করল এনআইএ

পঞ্জাবে সন্ত্রাসবাদ ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এব্যাপারে খালিস্তানি গ্রুপগুলির সাহায্য নিচ্ছে তারা। এদিন বিভিন্ন রাজ্যে এটিএস এবং এসটিএফ প্রধানদের সামনে এই তথ্য জানিয়েছেন, এনআইএ-র

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবে ফের নাশকতার ছক কষতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এব্যাপারে খালিস্তানি গ্রুপগুলির সাহায্য নিচ্ছে তারা। এদিন বিভিন্ন রাজ্যে এটিএস এবং এসটিএফ প্রধানদের সামনে এই তথ্য জানিয়েছেন, এনআইএ-র ইনস্পেক্টর জেনারেল অলোক মিত্তাল।

নয়াদিল্লিতে এটিএস এবং এসটিএফ প্রধানদের বৈঠক

নয়াদিল্লিতে এটিএস এবং এসটিএফ প্রধানদের বৈঠক

দেশব্যাপী অ্যান্টি টেরর গ্রিড গড়ে তুলতে নয়া দিল্লিতে শুরু হয়েছে এটিএস এবং এসটিএফ প্রধানদের বৈঠক। দুদিনের এই বৈঠকের আয়োজন করেছে এনআইএ। সেখানে এনআইএ-র আইজি বলেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে উত্তরের রাজ্যগুলিতে আটটি হত্যা সংগঠিত হয়েছে। যার পিছনে খালিস্তানি গ্রুপের হাত রয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি আরও বলেন, বিদেশের ফান্ড এইসব কাজে ব্যবহার করা হচ্ছে।

 পঞ্জাবকে অশান্ত করতে চেষ্টা

পঞ্জাবকে অশান্ত করতে চেষ্টা

এনআইএ-র আইজি বলেন, পঞ্জাবকে অশান্ত করতে সীমান্তের ওপার থেকে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আটটি নির্দিষ্ট করে খুনের ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দেখা গিয়েছে এর পিছনে যুক্ত রয়েছে খালিস্তানি লিবারেশন ফোর্স।

 বিদেশ থেকে আসছে অর্থ

বিদেশ থেকে আসছে অর্থ

খানিস্তানি সংগঠনগুলির কাছে বিদেশ থেকে অর্থ সাহায্যের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন এনআইএ-র আইজি। স্পষ্ট করে চিনি বলেনছেন, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া থেকে এই অর্থসাহায্য এসেছে।

জড়িত বিদেশের সংগঠন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার

জড়িত বিদেশের সংগঠন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার

এনআইএ-র আইজি জানিয়েছেন, আমেরিকা ভিত্তিক শিখদের সংগঠন শিখস ফর জাস্টিস পঞ্জাবের অশান্তিতে মদত দিচ্ছে। ভারতের শিখ যুবকদের উগপন্থী দলে যোগ দিতে তারা উৎসাহিত করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এরজন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতবছর উত্তর প্রদেশের সামলি তেকে পাঁচজনকে গ্রেফতার করার কথাও জানিয়েছেন তিনি।

ভারতে কার্যকলাপ বাড়াচ্ছে জামাত-উল-মুজাহিদিন! প্রতিরোধের উপায় জানিয়ে সতর্কবার্তা এনআইএ-রভারতে কার্যকলাপ বাড়াচ্ছে জামাত-উল-মুজাহিদিন! প্রতিরোধের উপায় জানিয়ে সতর্কবার্তা এনআইএ-র

English summary
Pakistan hasbeen making efforts to revive terrorism in Punjab, says NIA. Funds from UK, Italy, France and Australia were sent for this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X