For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে 'যৌথ বিবৃতি'! পাকিস্তানের দাবিতে হিসেব মিলাচ্ছে ভারত

জম্মু ও কাশ্মীরে মানবাধিকারের প্রশ্নে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে 'যৌথ বিবৃতি' জমা দিয়েছে। সেই বিবৃতিতে অন্তত ৬০ টি দেশ সমর্থনজানিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে মানবাধিকারের প্রশ্নে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে 'যৌথ বিবৃতি' জমা দিয়েছে। সেই বিবৃতিতে অন্তত ৬০ টি দেশ সমর্থন জানিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে এই ষাটটি দেশকে নির্দিষ্ট করে চিহ্নিত করা না যাওয়ায় পাকিস্তানের দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কাশ্মীর নিয়ে যৌথ বিবৃতি! পাকিস্তানের দাবিতে হিসেব মিলাচ্ছে ভারত

মঙ্গলবার পাকিস্তানের তরফে বিবৃতিটি বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলে জমা দেওয়ার পর। পাকিস্তানের এক প্রতিনিধি জানিয়েছেন, এই তালিকা ভারতীয় প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে। যদিও এখনও তা একনও করা হয়নি।

সূত্রের খবর অনুযায়ী অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন ভুক্ত দেশগুলির মধ্যে ৫৭ টি দেশ পাকিস্তানের প্রস্তাবকে সমর্থন করেছে। পাশাপাশি তা সমর্থন করেছে চিন। তবে ইন্দোনেশিয়ার মতো অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন ভুক্ত দেশগুলি এই পরিস্থিতি থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে চলছে।

ভারতের তরফ থেকে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি নজর রাখা হচ্ছে।

ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ল্যাটিন অ্যামেরিকা থেকে ৪৭ সদস্য দেশ রয়েছে। কাশ্মীর প্রশ্নে দেশগুলির সমর্থন আদায়ে নতুন দিল্লি চেষ্টার কোনও ত্রুটি রাখছে না।

[ চিদাম্বরমের জামিনের আবেদনে সিবিআইয়ের মতামত তলব হাইকোর্টের][ চিদাম্বরমের জামিনের আবেদনে সিবিআইয়ের মতামত তলব হাইকোর্টের]

ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য দেশগুলির মধ্যে পাকিস্তান ও চিন কাশ্মীরের কথা উল্লেথ করলেও, অন্য কেউ এখনও তা করেনি। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান জোরদার বলেই মনে করা হচ্ছে।

 [মুজফফরপুর হোমকাণ্ডে ৮ কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ] [মুজফফরপুর হোমকাণ্ডে ৮ কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ]

English summary
Pakistan has submitted to the UNHRC a “joint statement” on the human rights situation in Jammu and Kashmir which it said was supported by some 60 countries that it didn’t publicly identify, triggering questions about the backing for the move.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X