For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়ারেন্টাইনের কড়াকড়িই সার! পাকিস্তানের আমলার ছেলে, মেয়ে ভারতে এসে পেয়ে গেলেন ছাড়

কোয়ারেন্টাইনের কড়াকড়ি সার! পাকিস্তানের আমলার ছেলে মেয়ে ভারতে এসে পেয়ে গেলেন ছাড়

  • |
Google Oneindia Bengali News

লকডাউন নিয়ে প্রবল কড়াকড়িই সার। ভারতে যেখানে প্রতিটি রাজ্যে কোয়ারেন্টাইন নিয়ে প্রবল কঠোরতম পন্থা অবলম্বন করা হচ্ছে, সেখানে সেই ভারতের মাটিতেই পাকিস্তান থেকে আসা বেশ কয়েকটজনকে আবশ্যিক কোয়ারেন্টাইনের বাইরে রাখা হল।

ঘটনা কোথাকার?

ঘটনা কোথাকার?

এই ঘটনাটি ঘটেছে গত ২৩ মে। সেদিন পাঞ্জাবের আট্টারি সীমান্ত দিয়ে পাকিস্তানের এক তাবড় আমলার ছেলে মেয়ে ও স্ত্রী ভারতে আসেন। বৈধ পন্থাতেই তাঁরা ভারতে আসেন। আর এসেই তাঁরা রীতি ভেঙেছেন!

কীভাবে চলল ঘটনা প্রক্রিয়া?

কীভাবে চলল ঘটনা প্রক্রিয়া?

নিয়ম অনুযায়ী এই পাকিস্তানীদের অমৃতসরেই কোয়ারেন্টাইনে রাখা উচিত। কিন্তু প্রশাসনিক কর্তারা মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি বার্তা পান। সেখানে বলা হয়েছে ,এই পাকিস্তানীদের প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টাইনে নয়, বরং রাখতে হবে বাড়ির কোয়ারেন্টাইনে।

 কেন এমন নিয়ম লঙ্ঘন?

কেন এমন নিয়ম লঙ্ঘন?

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, পাকিস্তানি ওই কূটনীতিবিদ জানিয়েছেন যে তাঁর স্ত্রী ও সন্তানরা পাকিস্তান থেকে কোভিড টেস্টিং এর নেগেটিভ রিপোর্ট নিয়েই ভারতে আসছেন। যার জেরে স্বরাষ্ট্রমন্ত্রক এমন নির্দেশ দেয় স্থানীয় প্রশাসনকে। যে ঘটনা ঘিরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে।

শুরু ট্রাক চলাচল!

শুরু ট্রাক চলাচল!

এদিকে, আফগনিস্তানের সঙ্গে বাণিজ্য পরিস্থিতি সুস্থ রাখতে পাকিস্তানের পথে আসতে শুরু করছে ট্রাক। আইসিপি ধরে ইদের পর থেকেই এই ট্রাক চলাচল শুরু হবে। করোনায় দেশে যখন ১৩৯২৩৭ জন আক্রান্ত তখনই এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে।

মমতার রাজ্যের থেকে আগেই পরিযায়ীদের পাশে! রাজ্য থেকে শ্রমিক নিতে গেলে নিতে হবে অনুমতি, ঘোষণা যোগীরমমতার রাজ্যের থেকে আগেই পরিযায়ীদের পাশে! রাজ্য থেকে শ্রমিক নিতে গেলে নিতে হবে অনুমতি, ঘোষণা যোগীর

English summary
Pakistan diplomat's kin exempted from quarantine at Punjab who crossed Attari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X