For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তের ওপারে পাকিস্তান-চিনের সেনা যৌথভাবে কী করছে! কড়া নজর ভারতের

৩৭০ ধারা কাশ্মীরের বুক থেকে অবলুপ্তির পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে বড়সড় চিড় ধরেছে। বিশ্ব দরবারে পাকিস্তান এই ইস্যু নিয়ে বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছে। তবে তাতে লাভ সেভাবে কিছু হয়নি।

  • |
Google Oneindia Bengali News

৩৭০ ধারা কাশ্মীরের বুক থেকে অবলুপ্তির পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে বড়সড় চিড় ধরেছে। বিশ্ব দরবারে পাকিস্তান এই ইস্যু নিয়ে বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছে। তবে তাতে লাভ সেভাবে কিছু হয়নি। এবার লাদাখ সীমান্তের ওপারে চিন ও পাকিস্তানি সেনার যৌথ মহড়া শুরু হয়েছে। যাতে কড়া নজর রাখছে ভারত।

কী চলছে লাদাখ সীমান্তের ওপারে?

কী চলছে লাদাখ সীমান্তের ওপারে?

লাদাখ সীমান্তের ওপারে, চিনের যুদ্ধবিমান জে ১০ আর পাাকিস্তানের জে এফ ১৭ আকাশপথের মহড়া শুরু করেছে। দুই দেশের বায়ুসেনার যৌথ মহড়া আপাতত চলছে লাদাখ সীমান্তের ওপারে হোতান সিটিতে। আকাশ সীমায় 'শাহিন' নামের এই মহড়ায় দুটি দেশ অংশ নিয়েছে।

ভারতীয় সেনার কড়া নজরে স্কার্দু!

ভারতীয় সেনার কড়া নজরে স্কার্দু!

পাকিস্তানি সেনার এয়ারবেস নির্ধারিত হয়েছে গিলগিট বালতিস্তানের স্কার্দু থেকে। সেখান থেকেই একের পর এক পাকিস্তানি যুদ্ধ বিমান উড়ছে মহড়ায়। যেদিকে নজর রেখে চলেছে ভারতীয় বায়ুসেনা। প্রসঙ্গত, বহুদিন বাদে এই এয়ারবেসকে কাজে লাগাচ্ছে পাকিস্তান। যে ঘটনা রীতিমতো প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

 কাশ্মীর সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান!

কাশ্মীর সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান!

জানা গিয়েছে, কাশ্মীর সীমান্তে ক্রমেই সেনার সংখ্যা ও অস্ত্র সংখ্যা বাড়িয়ে চলেছে পাাকিস্তান। অন্ততপক্ষে ১০০ স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডো সেখানে মোতায়েন করা হয়েছে। সীমান্তে ৬ টি ব্রিগেডের সেনা জওয়ান আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তান।

<strong>[</strong>আরও পড়ুন: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের আইনি বৈধতা নিয়ে শুনানি অক্টোবরে, জানাল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের আইনি বৈধতা নিয়ে শুনানি অক্টোবরে, জানাল সুপ্রিম কোর্ট]

English summary
Pakistan-China exercise near Ladakh, India keeping watchful eyes .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X