For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক রাষ্ট্রদূতকে ভারত থেকে ফিরিয়ে নিল ইসলামাবাদ, কূটনীতি ঘিরে জল্পনা

পাক রাষ্ট্রদূত সোহেল মহমুদকে ইসলামাবাদে ফিরিয়ে নিল পাকিস্তান । দিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনার ভারতে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ ছিল।

  • |
Google Oneindia Bengali News

পাক রাষ্ট্রদূত সোহেল মহমুদকে ইসলামাবাদে ফিরিয়ে নিল পাকিস্তান । দিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনার ভারতে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ ছিল। যদিও দিল্লির তরফে জানানো হয়েছে , উল্টে ভারতীয় কূটনীতিবিদদেরই হেনস্থা করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের যাবতীয় অভিযোগও নস্যাৎ করে দেয় নয়া দিল্লি।

পাক রাষ্ট্রদূতকে ভরত থেকে ফিরিয়ে নিল ইসলামাবাদ, কূটনীতি ঘিরে জল্পনা

পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ভারতে পাক হাইকমিশনের কর্মীদের হেনস্থার ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে নয়াদিল্লি। আর সেই প্রেক্ষিতেই পাকি হাইকমিশনরকে ইসলামাবাদে ডেকে পাঠানো হয়েছে, কিছু আলোচনার জন্য। উল্লেখ্য, বহুদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে যে তাদের হাইকমিশনের আধিকারিকদের সুষ্ঠু নিরাপত্তা দিতে পারছিল না ভারত। অভিযোগ ছিল, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনরের গাড়িকে ধাওয়া করে তাঁকে গালিগালাজ করা হয়েছে। স্কুলের পথে যেতে গিয়ে পাক হাইকমিশনের কর্মীদের সন্তানরাও হেনস্থার শিকার হয়েছে।

এদিকে, গত সপ্তাহেই ভারত জানিয়ে দেয় পাকিস্তান হাইকমিশনের সমস্ত আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করেত সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছে নয়া দিল্লি। পাল্টা অভিযোগে দিল্লি জানিয়েছে, পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের আধিকারিকদের চরম হেনস্থার শিকার হচে হচ্ছে। এমনকি সেখানে হাইকমিশনের আধিকারিকদের বাসন্থানের সংস্কারের কাজকেও আটকে দেওয়া হয় বলে অভিযোগ ছিল।

English summary
Pakistan calls back its India envoy over charges of ‘harassment’ by both sides.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X