For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক্সিট পোলে মোদীর আসার বার্তা পেতেই পাকিস্তানে জঙ্গিদের তৎপরতা তুঙ্গে! দাবি রিপোর্টের

২০১৯ লোকসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশ্যে আসতেই ইঙ্গিত দিয়েছে সপ্তমদশ লোকসভা ভোটে দিল্লির তখতে ফিরছে মোদী সরকার।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশ্যে আসতেই ইঙ্গিত দিয়েছে সপ্তমদশ লোকসভা ভোটে দিল্লির তখতে ফিরছে নরেন্দ্র মোদী সরকার। যদিও ভোটের ফলাফল প্রকাশে এখনও ৪৮ ঘণ্টারও কম সময় হাতে রয়েছে। এদিকে, মোদী সরকার দিল্লিতে ফিরতে পারে বার্তা পেয়েই জঙ্গিদের নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। এমনই দাবি দেশের এক প্রথম সারির ইংরাজি সংবাদমাধ্যমের। তাদের রিপোর্ট বলছে, পাকিস্তানে আশ্রিত একাধিক জঙ্গি ভারতের প্রবেশ করতে তৈরি হয়ে আছে।

জঙ্গি শিবির তৈরি পাকিস্তান

জঙ্গি শিবির তৈরি পাকিস্তান

সংবাদমাধ্যমটির রিপোর্টে দাবি করা হয়েছে, গোয়েন্দাসূত্র অনুযায়ী ভারত-পাকিস্তান সীমান্তে রামজানের সময়ে জঙ্গিদের প্রবেশ করিয়ে দিতে তৎপর ইসলামাবাদ। পাকিস্তানের সেনা ক্যাম্প ৩২ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কাছে ১০ জন জঙ্গিকে পাকিস্তান তৈরি রেখেছে বলেও দাবি ওই রিপোর্টের।

নওশেরা থেকে কোন পথে জঙ্গিরা!

নওশেরা থেকে কোন পথে জঙ্গিরা!

২৩ এপ্রিল ভারত সীমান্তে জঙ্গিদের প্রবেশ করানোর চেষ্টা করেছিল পাকিস্তান। তবে ভারতের সেনা তৎপরতায় তা করতে পারেনি। সূত্রের দাবি, এছাড়াও আরও একটি জঙ্গি গোষ্ঠী তৈরি রয়েছে, পাকিস্তানে, যারা হাজিবুল জঙ্গল, জতকুয়াশি নালার রাস্তা দিয়ে ভারতে প্রবেশের জন্য তৈরি।

জয়সলমীরের পথেো জঙ্গিরা!

জয়সলমীরের পথেো জঙ্গিরা!

রিপোর্টে দাবি করা হয়েছে, শুধুমাত্র কাশ্মীর সীমান্ত নয়। পাকিস্তান, রাজস্থানের সীমান্ত দিয়েও ভারতের মধ্যে প্রবেশ করাতে চাইছে জঙ্গিদের। সেখানে জয়সলমীরের রাস্তায় ভারতের মাটিতে জঙ্গিরে ঢোকনোর ছকে পাকিস্তান রয়েছে বলে জানা গিয়েছে।

English summary
Pakistan ready to launch Terrorists in india ,speculations says it happened after Loksabha exit poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X