নিয়ন্ত্রণরেখা দিয়েই জম্মু-কাশ্মীরে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা, সতর্কবার্তা নারাভানের
জম্মু-কাশ্মীরের জঙ্গি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের সুর এবার খোদ ভারতীয় সেনাপ্রধানের গলায়। জম্মু-কাশ্মীরের একাধিক সীমান্তবর্তী এলাকা দিয়ে অনুপ্রবেশের মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক মদত পুষ্ট জঙ্গিরা। এমনকী গত কয়েক সপ্তাহে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সেনার তৎপরতা বাড়ার ফলে আরও সতর্ক হয়েছে জঙ্গিরা, শনিবার একথা জনান ভারতীয় সেনার আর্মি চিফ জেনালের এমএম নারভানে। প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে পাক সেনার গুলিতে চলতি মাসের ১৩ তারিখ প্রাণ হারান চার ভারতীয় সেনার জওয়ান। এবার তারপর এই প্রথম জঙ্গি অনুপ্রবেশ নিয়ে মুখ খুললেন নারাভানে।

এদিন একটি সংবাদ সম্মেলনে তাকে বলতে শোনা যায়, “ জ্ম্মু-কাশ্মীরে ফের বড়সড় অশান্তি পাকানোর ছক কষছে জঙ্গিরা। গত কয়েকদিনে ভারতীয় সেনার তরফে একাধিকবার বাধা পাওয়ার পর ওরা আরও মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলীয় সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকাগুলিতে একাধিক লঞ্চপ্যাডে অনুপ্রবেশের জন্য তৈরি রয়েছে শতাধিক জঙ্গি। শীত পড়তেই ওরা আরও মরিয়া হয়ে উঠেছে। ”
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়েই সেনার চোখে চোখ রেখে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রায় ৩০০ জঙ্গির অনুপ্রবেশ রুখে দেয় ভারতীয় সেনা। এদিকে পাক-অধিকৃত কাশ্মীরে সব জঙ্গি লঞ্চপ্যাডই এখন সক্রিয় রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সেনাপ্রধানও। কাশ্মীরের প্রবল তুষাঢ়পাতের আগেই ভারতে ঢুকতে জঙ্গিরা মরিয়া হয়ে রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একবার তুষাঢ়পাত শুরু হয়ে গেলে কাশ্মীরের পার্বত্য এলাকার বন্ধুর পথে হাঁটা চলা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। সেই সময় সেনা বেষ্টনি ভেদ করে ভারতের মাটিতে পা রাখা কার্যত অসম্ভব।
