For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাাঠানকোট জঙ্গি হামলা : তদন্ত করতে ভারতে এল পাক তদন্তকারী দল

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ মার্চ : পাঠানকোট কাণ্ডের তদন্তে ভারতে এল পাঁচ সদস্যের পাকিস্তানি তদন্তকারী দলের আধিকারিকেরা। এই দলে রয়েছেন পাকিস্তানি পুলিশ ও ইন্টেলিজেন্স আধিকারিকেরা। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]

এই বছরের ২ জানুয়ারি পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তান থেকে এদেশে আসা জঙ্গিরা হামলা চালায়। সেই ঘটনার সূত্রেই পাক সরকারের তরফে এই দলকে পাঠানো হয়েছে। [পাঠানকোট হামলায় মাসুদ আজহারের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণই পেল না পাকিস্তান!]

পাাঠানকোট জঙ্গি হামলা : তদন্ত করতে ভারতে এল পাক তদন্তকারী দল

জানা গিয়েছে, আগামী মঙ্গলবার পাঠানকোটে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবে পাক তদন্তকারীরা। এমনকী বায়ুসেনা ঘাঁটিতেও নিয়ে যাওয়া হবে পাক প্রতিনিধি দলকে। তবে সেখানে তাদের গতিবিধি সর্বাত্মকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিটি ২ হাজার একর জায়গা নিয়ে অবস্থিত। এখানে বায়ুসেনার নানা গুরুত্বপূর্ণ বিমান রাখা থাকে ও অন্যান্য নানা কাজ হয়। ফলে সেখানে বিদেশি দেশের প্রতিনিধিদের ঢুকতে দিতে দেশের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে।

তবে সেসব জায়গায় জঙ্গিরা ঢুকেছিল ও মোট ৬জন জঙ্গি কীভাবে আক্রমণ শানিয়েছিল এবং তার প্রতিরোধ করতে গিয়ে সাতজন ভারতীয় জওয়ানকে কীভাবে শহিদ হতে হয়েছে তা পাক তদন্তকারীদের সামনে তুলে ধরা হবে।

প্রসঙ্গত, এই প্রথম পাক সরকারে প্রতিনিধি কোনও তদন্তকারী দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে। ভারত সরকারের আশা পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার গোটা ঘটনার রিপোর্ট শুনে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এখন দেখার পাকিস্তান কী পদক্ষেপ করে।

English summary
Pakistan's Pathankot probe panel arrives in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X