For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোররাতে সীমান্তে দেখা পাক ড্রোনের, চলছে তল্লাশি

Array

Google Oneindia Bengali News

ফের ভারত সীমান্তে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন। জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর রাজপুরা এলাকায় রবিবার ও সোমবার মাঝে একদম ভোর রাতে গ্রামবাসীরা ওই পাকিস্তানি ড্রোনটিকে দেখতে পান৷

কারা দেখে এই ড্রোন ?

কারা দেখে এই ড্রোন ?

কিছু গ্রামবাসী দাবি করেছে যে তারা রবিবার মধ্যরাতে রাজপুরা এলাকায় একটি ড্রোন দেখতে পেয়েছেন।একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, 'SOG' সাম্বা সকাল পাঁচটার দিকে একটি অনুসন্ধান অভিযান শুরু করে এবং এলাকাটি স্ক্যান করতে ড্রোন ব্যবহার করে কিন্তু কিছুই খুঁজে পায়নি'।

 কোথায় দেখা যায় ?

কোথায় দেখা যায় ?


ড্রোনটিকে চিলিয়ারি গ্রামে দেখা গিয়েছে এবং এটি পার্শ্ববর্তী চক দুলমা গ্রাম থেকে ভারতীয় ভূখণ্ড থেকে বেরিয়ে গেছে, তিনি যোগ করেছেন। ড্রোনটি প্রায় ৫০০ মিটার উচ্চতায় উড়েছিল। তবে "সীমান্তের কাছাকাছি দুটি গ্রামে আমরা মাটিতে কিছুই পাইনি," বলেছেন কর্মকর্তা। চিলিয়ারি গ্রামের সীমান্ত এলাকায় প্রায় ১২ মিনিট ঘোরাঘুরি করার পরে, ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যায়। নিরাপত্তা বাহিনী রাতের আঁধারে পাকিস্তানি ড্রোনটিকে দেখতে পাওয়ার পর, বাহিনী ড্রোনটি দেখার জন্য একটি অনুসন্ধান অভিযান শুরু করে। এখন পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।

 এক মাসে দ্বিতীয়বার

এক মাসে দ্বিতীয়বার


গত এক মাসে সাম্বা জেলায় এই ধরনের দ্বিতীয় ড্রোনের দেখা মিলল। প্রতিবেশী দেশের আরেকটি অনুপ্রবেশের চেষ্টায় হিয়েছিল ৩ জুন। সাম্বা আন্তর্জাতিক সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছিল।রিপোর্ট অনুসারে, ড্রোনটিকে সাম্বার সুনুরা-ঘগওয়াল গ্রামে স্থানীয় লোকেরা দেখেছিল যারা আরও জানায় যে এটি উড়ছিল বাতাসে প্রায় ৫০-৬০ মিটার উপরে। লোকেরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে জম্মু ও কাশ্মীর পুলিশকে খবর দেয়।

তবে কয়েক মিনিট ভারতীয় ভূখণ্ডে থাকার পর পাকিস্তানের আকরাম পোস্ট থেকে আসা ড্রোনটি কিছু না ফেলেই ফিরে যায়। এটি উল্লেখ করা প্রাসঙ্গিক যে কয়েকদিন পরে, বিএসএফ জম্মু ও কাশ্মীরের আরএস পুর মহকুমার আর্নিয়া এলাকায় একটি পাকিস্তানি ড্রোন দেখতে পায়। সৈন্যরা ড্রোনটিকে লক্ষ্য করে আট রাউন্ড গুলি করেছিল, যার পরে, এটি অবিলম্বে ফিরে আসে। গুলি চালানোর সময় ড্রোনটি ৩০০ মিটার উচ্চতায় ছিল।

 পাক কাণ্ড

পাক কাণ্ড

পাকিস্তান প্রায়সই এসব কাজ করে থাকে। এর মাধ্যমে নানা জিনিষ তারা পাচার করতে চেষ্টা করে। নিয়তোবা তাদের নিয়ন্ত্রিত জঙ্গিদের খবর পাঠাতে এই ড্রোন ব্যাবহার করা হয়ে থাকে। অনেক সময় তারা আবার ভারতের মধ্যে কোথায় কি সেনা কাজ করছে সেই সব ছবি তুলতেও এই ড্রোন পাঠিয়ে থাকে। আবার এও জানা যায় যে পাক সেনা এই ইচ্ছাকৃত ড্রোন পাঠিয়ে ভারতীয় সেনাকে এর পিছনে ব্যস্ত রেখে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে।

প্রশ্নের মুখে মমতা'র কালীঘাটের বাড়ি'র নিরাপত্তা! উচ্চপর্যায়ে'র বৈঠক নবান্নে প্রশ্নের মুখে মমতা'র কালীঘাটের বাড়ি'র নিরাপত্তা! উচ্চপর্যায়ে'র বৈঠক নবান্নে

English summary
in samba sector of jammu and kashmir a pak drone seen again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X