For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমরা কি জন্তু? যোগীরাজ্যে করোনা হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব রোগী! ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

ফের করোনা হাসপাতালের গাফিলতির ছবি ধরা পড়ল। এবার যোগী রাজ্য উত্তরপ্রদেশ। রাজ্যের প্রয়াগরাজের একটি সরকারি হাসপাতালে কোরোনা আক্রান্ত রোগীরা সেখানকার অপর্যাপ্ত খাবার এবং জল নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে আরও একবার প্রশ্নের মুখে এসে যোগী রাজ্যের সরকারি কোরোনা হাসপাতালের পরিকাঠামো।

৩ মিনিটের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

৩ মিনিটের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

একটি ৩ মিনিটের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিওটি ছিল প্রয়াগরাজের কোতওয়া বাণী এলাকার এল১ ক্যাটাগরির করোনা ভাইরাস হাসপাতালের। সেখানে ভরতি হওয়া রোগীদের অভিযোগ তাঁদের অবস্থা পশুদের থেকেও খারাপ। গতকাল ২ ঘণ্টার জন্য হাসপাতালের কতৃর্পক্ষ জল সরবরাহ করতে ব্যর্থ হলে তারপরেই প্রতিবাদ জানান রোগীরা।

অর্ধেক সেদ্ধ খাবার দেওয়া হচ্ছে রোগীদের

অর্ধেক সেদ্ধ খাবার দেওয়া হচ্ছে রোগীদের

এরপর তাঁর প্রশ্ন, 'আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন?' অন্যদিক থেকে এক বৃদ্ধের উত্তর, 'না! সমস্ত কিছুই অর্ধেক সেদ্ধ হওয়া খাবার। 'এর পাশাপাশি জানা গেল আরও কয়েকটি তথ্য।

কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব রোগীরা

কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব রোগীরা

হাসপাতালের কয়েকজনের পরিবারের তরফ থেকে নাকি অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলা হয়েছিল শুধুমাত্র ভালো খাবার পরিবেশনের জন্য। একজন মহিলা চিৎকার করে বলেন, 'আপনাদের যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আমাদের কাছ থেকে টাকা নিন। কর্তৃপক্ষকে বলুন এই যদি পরিস্থিতি চলতে থাকে আমরা বাড়ি ফিরে যাব।'

প্রয়াগরাজের চিফ মেডিকেল অফিসারের দাবি

প্রয়াগরাজের চিফ মেডিকেল অফিসারের দাবি

এদিকে প্রয়াগরাজের চিফ মেডিকেল অফিসারের দাবি, জলের যে সমস্যা নিয়ে এই ঘটনা , সেটা ২ ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে যায়। তিনি বলেন, 'বিদ্যুতের সমস্যার জন্য জলের পরিষেবা বন্ধ ছিল কিছুক্ষণ। রোগীদের জন্য বরাবরই পর্যাপ্ত জল ছিল। কিন্তু ওঁদের দাবি যে স্নানের ক্ষেত্রেও পরিশ্রুত জল চাই। আমরা খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করে ফেলব।' তবে এই অভিযোগ কিন্তু প্রথমবার নয়। এর আগেও উত্তরপ্রদেশের একাধিক সরকারি কোয়ারানটিন সেন্টারের অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একই অভিযোগ এসেছে এটাওয়া ও আগ্রা থেকেও।

English summary
paitents protest in uttar pradesh as coronavirus hospital in state not functioning properly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X