For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মাবতী ছবির মুক্তির বিরোধিতায় যোগীর সরকার, কারণ জানানো হল কেন্দ্রকে

রাজ্যে পদ্মাবতী ছবির বিরোধিতায় যোগী সরকার। ছবিটি মুক্তি পেলে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। কেন্দ্রকে দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পদ্মাবতী ছবির বিরোধিতায় যোগী সরকার। ছবিটি মুক্তি পেলে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। কেন্দ্রকে দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার।

পদ্মাবতী ছবির মুক্তির বিরোধিতায় যোগীর সরকার, কারণ জানানো হল কেন্দ্রকে

পয়লা ডিসেম্বর দেশ জুড়ে মুক্তি পাচ্ছে পদ্মাবতী। মুক্তির আগেই ছবিটিকে ঘিরে বিতর্ক। পয়লা ডিসেম্বর ছবিটি উত্তরপ্রদেশে মুক্তি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকে পাছানো চিঠিতে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব অরবিন্দ কুমার জানিয়েছেন, ছবিতে মানুষের ভাবাবেগে আঘাত দেওয়া অংশ নিয়ে সেন্সর বোর্ডের ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডের অবগত হওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে। ছবির প্রযোজক সেন্সর বোর্ডে ছবিটিকে পাঠিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ৯ অক্টোবর ছবির ট্রেলর মুক্তির পর বিভিন্ন সংগঠন ছবিটির চিত্রনাট্য নিয়ে বিরোধিতায় সরব হয়েছে।

ছবিতে উত্তরপ্রদেশের পুর নির্বাচনের কথাও জানানো হয়েছে। উত্তরপ্রদেশ জুড়ে ২২, ২৬ ও ২৯ নভেম্বর পুর নির্বাচন। যার গণনা হবে ১ ডিসেম্বর। ২ ডিসেম্বর মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে বলেও জানানো হয়েছে। সেই জন্য ১ ডিসেম্বর ছবির মুক্তি রাজ্যের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের ডিজিপি সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে আগে থেকেই বাড়তি নজরদারির কথা জানিয়েছিলেন। রাজ্যের সবকটি মল এবং সিনেমা হলে পুলিশি নজরদারি কথা জানিয়েছিলেন তিনি। দরকার পড়লে বাড়তি পুলিশ মোতায়েনের কথাও জানিয়েছিলেন তিনি।

ছবিতে পদ্মাবতীর ভূমিকা নিয়ে বনশালির চিত্রনাট্যের বিরুদ্ধে সরব হয়েছেন বেশ কিছু সংগঠন এবং ব্যক্তিবর্গ। পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকন। রণবীর সিং আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করছেন।

English summary
Padmavati release will lead to serious law and order problems, Yogi govt tells Centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X