For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত'মুক্তির আগের দিন প্রতিবাদে অগ্নিগর্ভ দেশের বহু এলাকা, তাণ্ডব বিক্ষোভকারীদের

২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত'। আর তার আগের দিন, ছবি ঘিরে প্রতিবাদ বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত'। আর তার আগের দিন, ছবি ঘিরে প্রতিবাদ বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এদিকে, ছবির বিরোধিতার জায়গায় তাঁরা অনড় , বলে জানিয়েছে বিক্ষোভকারী রাজপুত কার্নি সেনা সমতে বহু রাজপুত সংগঠন। সারা দেশে বিক্ষোভের আগুন লাগলেও, কলকাতা পুলিশ জানিয়েছে এরাজ্যে পদ্মাবত যে সমস্ত হল-এ প্রদর্শিত হবে , সেখানে কড়া পুলিশি বন্দোবস্ত রাখা হবে । পাশাপাশি কোনও রকমের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না।

[আরও পড়ুন:'পদ্মাবত'একাই মাত করলেন 'খিলজি' রণবীর! কেমন হল ফিল্ম জেনে নিন][আরও পড়ুন:'পদ্মাবত'একাই মাত করলেন 'খিলজি' রণবীর! কেমন হল ফিল্ম জেনে নিন]

[আরও পড়ুন:বন্ধ করা হল চিতোরগড় দূর্গ, ইতিহাসে দ্বিতীয়বার ঘটল এই ঘটনা, কেন জানেন][আরও পড়ুন:বন্ধ করা হল চিতোরগড় দূর্গ, ইতিহাসে দ্বিতীয়বার ঘটল এই ঘটনা, কেন জানেন]

একনজরে দেখে নেওয়া যাক একটি হিন্দি ছবিকে ঘিরে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিত দৃশ্য। উল্লেখ্য, সুপ্রিমকোর্ট এর আগে জানিয়ে দিয়েছে যে, সমস্ত রাজ্যে মুক্তি পাবে 'পদ্মাবত'। আর সেই নির্দেশের পরও আজ দিনভর চলেছে বিক্ষোভকারীদের তাণ্ডব।

চিতোরগড়ে আগুন

রাজস্থানের চিতোরগড়ে ছবির বিরুদ্ধে প্রতিবাদে নেমে তাণ্ডব বিক্ষোভ চালায় কার্নি সেনার সদস্যরা। চিতোরগড় দূর্গের ভিতরে ঢুকতে না পেরে , দূর্গের বাইরেই চলে তাণ্ডব।

জম্মুতে বিক্ষোভের আগুন

জম্মু কাশ্মীরেও 'পদ্মাবত' ঘিরে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা 'পদ্মাবত' ঘিরে প্রতিবাদি স্লোগান দিতে দিতে , ভাঙচুর চালায় প্রেক্ষাগৃহ।

গুরুগ্রামে প্রবল উত্তেজনা

হরিয়ানার গুরুগ্রামে প্রশাসনিকস্তরে কড়া বন্দোবস্ত থাকা সত্ত্বেও একেরপর এক গাড়িতে সেখানে আগুন লাগানো হয়, পদ্মাবত-এর প্রতিবাদে । ক্রমাগত পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা।

গুরুগ্রামে প্রবল উত্তেজনা

হরিয়ানার গুরুগ্রামে প্রশাসনিকস্তরে কড়া বন্দোবস্ত থাকা সত্ত্বেও একেরপর এক গাড়িতে সেখানে আগুন লাগানো হয়, পদ্মাবত-এর প্রতিবাদে । ক্রমাগত পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা।

মেরঠ-এ ভাঙচুর

মেরঠের এক সিনেমা হল-এ ক্রমাগত পাথর ছুঁড়ে ভাঙচুর চালাতে থাকে ছবির বিরুদ্ধে প্রতিবাদ করা রাজপুত কার্নি সেনার সদস্যরা।

মথুরায় বিক্ষোভ

২৪ জানুয়ারি সকাল থেকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মথুরাতে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। পদ্মাবত ছবি যাতে মুক্তি না পায় ,তার জন্য এই বিক্ষোভ।

দিল্লি-জয়পুর হাইওয়েতে বিক্ষোভ

এদিন সকালে দিল্লি-জয়পুর হাইওয়েতে বিক্ষোভে সামিল হন অনেকে। এখানেও পদ্মাবত ছবির প্রদর্শনের বিরুদ্ধে তাণ্ডব প্রতিবাদ করা হয়।

English summary
A day before the release of 'Padmaavat', protests against the film intensified across several states with members of several fringe outfits taking out rallies, blocking roads and damaging vehicles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X