For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Padma Awards 2023: মরোন্নত্তর পদ্ম বিভূষণ পাচ্ছেন মুলায়ম সিং যাদব! গোটা তালিকা একনজরে

পদ্মশ্রী প্রাপকদের তালিকাতেও এবার একাধিক চমক! এক নজরে দেখে নিন গোটা লিস্টটা।

  • |
Google Oneindia Bengali News

Padma Awards 2023: প্রজাতন্ত্র দিবসের প্রাককালে পদ্ম-পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হল। মোট ১০৬ জনকে পদ্ম পুরস্কারে ২০২৩ এ পুরস্কৃত করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী ছয়জন পদ্ম বিভূষণ, ৯ পদ্ম ভূষণ এবং ৯১ জন এবার পদ্মশ্রী পাচ্ছেন এবার। যার মধ্যে ১৯ জন মহিলা রয়েছে বলে জানা যাচ্ছে।

মরোন্নত্তর পদ্ম বিভূষণ পাচ্ছেন মুলায়ম সিং যাদব!

তাৎপর্যপূর্ণ ভাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে এবার মরোন্নত্তর পদ্ম বিভূষণে সম্মানিত করা হচ্ছে। উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁর একটা দীর্ঘ অবদান রয়েছে। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এই সম্মান বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি বালাকৃষ্ণ দোসি এবং বাংলার বিশিষ্ট চিকিৎসক দিলীপ মহালনবীশকেও এবার মরোন্নত্তর পদ্মবিভূষণে সম্মানিত করা হচ্ছে। এছাড়াও সঙ্গীত জগতের শ্রেষ্ঠ জাকির হুসেন, এসএম কৃষ্ণা, শ্রীনিবাস বর্ধনকেও এবার পদ্মবিভূষণে সম্মানিত করা হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে রতন চন্দ্রকরকে এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে। যিনি কিনা দীর্ঘদিন আন্দামানে জারাওয়া উপজাতিদের নিয়ে কাজ করেছেন। হিরা বাই লোবিকে এবার পদ্মশ্রী সম্মান দিচ্ছে সরকার। যিনি কিনা দীর্ঘদিন গুজরাতের সিদ্ধি উপজাতিদের নিয়ে কাজ করেছেন। বিশেষ করে এই উপজাতিদের শিশুদের শিক্ষার প্রসার ঘটাতে কাজ করেছেন বলে জানা যাচ্ছে।

মুনীশ্বর চন্দর দাভার চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এবার তাঁকে পদ্মশ্রী সম্মান দিচ্ছে সরকার। দীর্ঘ ৫০ বছর ধরে বঞ্চিত মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন।

এছাড়াও একাধিক সামাজিক কাজ তাঁকে শ্রেষ্ঠ তৈরি করেছে। দিমা হাসাও-এর নাগা সমাজকর্মী রামকুইওয়াংবে নুমে, যিনি হেরাকা ধর্মের সংরক্ষণ ও সুরক্ষার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, সামাজিক কাজ (সংস্কৃতি) ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন এবার।

বি রামকৃষ্ণণ রেড্ডি পদ্মশ্রী পাচ্ছেন

তেলেঙ্গানার ৮০ বছরের ভাষা বিজ্ঞানী বি রামকৃষ্ণণ রেড্ডি সাহিত্য এবং শিক্ষা ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন। উড কভার অজয় কুমার মন্ডাবিকে তাঁর অসামান্য কাজের জন্যে সম্মানিত করা হচ্ছে। অন্যদিকে তিন দশকেরও বেশি সময় ধরে মিজো সংস্কৃতিকে রক্ষা করছেন মিজো লোকসঙ্গীত শিল্পীকে পদ্মশী দিচ্ছে সরকার। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষেরা লোকচক্ষুর আড়ালেই কাজ করে যাচ্ছেন সমাজের জন্যে তাঁদের এবার পদ্মশ্মী সম্মানে সম্মানিত করছে সরকার।

এক নজরে গোটা তালিকা-

অন্যদিকে এমএম কিরাবানি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন। যিনি কিনা আরআরআর সিনেমার নাটু নাটু গানের composer বলে জানা যাচ্ছে। অন্যদিকে বলিউদের সিনেমায় অসামান্য কাজের জন্যে পদ্মশ্রী পাচ্ছেন রবিনা ট্যান্ডন। ইতিমধ্যে এই সম্মান পাওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অন্যদিকে সমস্ত পুরষ্কার বিজেতাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Padma Awards 2023: Mulayam Singh, SM Krishna, Zakir Hussain getting Padmabibhushan, see the list of Padma awardees here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X