For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘নোটবন্দীর হাত ধরেই ধস নেমেছে ভারতীয় অর্থনীতিতে’, মন্তব্য পি চিদাম্বরমের

‘নোটবন্দীর হাত ধরেই ধস নেমেছে ভারতীয় অর্থনীতিতে’, মন্তব্য পি চিদাম্বরমের

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকমাস ধরেই তীব্র অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। এই আবহেই চলতি মাসের ১ তারিখ বাজেট পেশ করেন বিজেপি শাসিত কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মালা সীতারমন।

‘নোটবন্দীর হাত ধরেই ধস নেমেছে ভারতীয় অর্থনীতিতে’, মন্তব্য পি চিদাম্বরমের

এবার ভারতীয় অর্থনীতির এই বিপর্যয়ের জন্য সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে। ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে একটি বিতর্ক চলাকালীন তিনি বলেন ক্রমবর্ধমান বেকারত্ব ও বিভিন্ন দ্রব্যের চাহিদা হ্রাস ভারতকে আরও দরিদ্র করে তুলেছে। একইসাথে বিমুদ্রাকরণ মানুষের এই অর্থনৈতিক বন্দী দশাকে আরও ত্বরাণ্বিত করেছে বলে মত তাঁর।

তার মতে চার বছর ধরে বিজেপি সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়ান বলেছেন যে দেশের অর্থনীতি আইসিইউতে রয়েছে, তার পরেও কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ আমার মনে হয় ভারী রোগীকে বর্তমানে আইসিইউয়ের বাইরে রাখা হয়েছে। অযোগ্য ডাক্তারেরা তার চিকিত্সা করছেন। একইসাথে দেশে এই মূহূর্তে ভয় এবং অনিশ্চয়তা বিরাজ করছে। ”

তাঁর মতে যে সমস্ত লোকেরা দেশের হাল ধরতে পারতে এবং দেশকে এই জরুরি অবস্থা থেকে বার করে আনতে পারতেন তাদেরই বিরুদ্ধে করেছে সরকার। এই ধরনের লোকদের তালিকায় রয়েছেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন, প্রাক্তন সিইএ অরবিন্দ সুব্রমনিয়ান, আরবিআইয়ের প্রাক্তন গভর্নর উরজিট প্যাটেল এবং এনআইটিআইয়ের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান অরবিন্দ পানগাড়িয়া।

English summary
p chidambaram says the indian economy is nearing a catastrophe in the hands of demonetisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X