For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাজার হাজার মানুষ কর্মহীন হতে চলেছেন! কোন কারণে অশনি সংকেত চিদাম্বরমের

হাজার হাজার মানুষ কর্মহীন হতে চলেছেন! কোন কারণে অশনি সংকেত চিদাম্বরমের

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই ধুঁকতে শুরু করে দিয়েছে দেশের বিমান পরিষেবা সেক্টর। একের পর এক তাবড় সংস্থা নিজের কর্মী ছাঁটাই কিম্বা বেতন রোখার পথে হেঁটেছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম দেশের সামগ্রিক আর্থিক অবস্থা নিয়ে সচেতন বার্তা দিয়েছেন।

হাজার হাজার মানুষ কর্মহীন হতে চলেছেন! কোন কারণে অশনি সংকেত চিদাম্বরমের

তিনি বলেন, গত ১২ মাসে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। টেলিকম আর বিমান পরিষেবার মতো সেক্টর পড়ে গিয়ে আরও বহু হাজার মানুষ কাজ হারাবেন। কাজ কেউ প্রত্যক্ষভাবে হারাবেন, কেউ আবার পরোক্ষে হারাবেন। একই সঙ্গে চিদাম্বরমের প্রশ্ন, দেশের এমন করুণ অর্থনৈতিক পরিস্থিতি বিজেপি সরকার কবে বুঝবে?

চিদাম্বরমের আরও প্রশ্ন, মোদী সরকার এই ব্যর্থতার দায় কবে নেবে? এর আগে ভারতী এয়ারটেল জানিয়েছিল যে, এপ্রিল থেকে জুনের মধ্যে ১৪,৯৩৩ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। এছাড়াও স্পাইস জেট জানিয়েছে , ৮০৭১.১ কোটি টাকার ক্ষতি হয়েছে সংস্থায়। এরপরই দেশের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে চিদাম্বরম মন্তব্য করেন। তিনি বলেন দেশে সবচেয়ে বেশি ক্ষতির মুখে যেতে পারে বিমান পরিবহন সংস্থাগুলি।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারলেন না মুখ্যমন্ত্রীপ্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারলেন না মুখ্যমন্ত্রী

{document1}


English summary
P Chidambaram says, Collapse of telecom, aviation sectors to cost thousands of jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X