For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জেল থেকে মুক্তির পরই কাশ্মীরের মানুষদের কথা মনে পড়েছে', মোদী সরকারকে তোপ চিদাম্বরমের

টানা ১০৬ দিন জেল বন্দি ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম । আর জেল থেকে মুক্তির পরেই চিদাম্বরম প্রথমবার সাংবাদিক বৈঠক করে একের পর এক চোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

টানা ১০৬ দিন জেল বন্দি ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম । আর জেল থেকে মুক্তির পরেই চিদাম্বরম প্রথমবার সাংবাদিক বৈঠক করে একের পর এক চোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে। প্রসঙ্গত, ঘটনাবহুল ২০১৯ সালের অগাস্ট মাসে গ্রেফতার হন পি চিদাম্বরম । ঠিক সেই মাসের ৫ অগাস্ট কাশ্মীর থেকে অবলুপ্ত হয় ৩৭০ ধারা। যার জেরে গোটা কাশ্মীর ছিল কড়া নিরাপত্তার মোড়কে। অন্যদিকে অগাস্টের ২১ তারিখ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়িতে পাঁচিল টপকে ঢুকে তাঁকে গ্রেফতার করার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। এরপরই সারাদিন 'নিখোঁজ' থাকার পর গ্রেফতার হন চিদাম্বরম। সেই ঘটনার পর চিদাম্বরমের জেল মুক্তি ঘটেছে ৪ ডিসেম্বর। আর জেল থেকে বেরিয়েই মোদী সরকারকে তোপ দাগেন চিদাম্বরম।

'ফ্রিডম অ্যাট এইট'এরপরই এলো কাশ্মীর প্রসঙ্গ

চিদাম্বরম বলেন, ' (জেল থেকে) বেরিয়ে স্বাধীনতার নিঃশ্বাস যখন নিচ্ছিলাম রাত আটটায় আমার প্রথম চিন্তা আসে কাশ্মীরি মানুষদের নিয়ে। প্রার্থনা করি সেই ৭৫ লাখ কাশ্মীরি মানুষের জন্য যাঁরা উপত্যকায় ন্যূনতম স্বাধীনতা টুকুও পাচ্ছেন না গত ৪ অগাস্ট থেকে।'

কাশ্মীরে বন্দি রাজনৈতিক নেতাদের নিয়ে চিন্তিত

কাশ্মীরে বন্দি রাজনৈতিক নেতাদের নিয়ে চিন্তিত

চিদাম্বরম এদিন বলেন কাশ্মীরে যে সমস্ত প্রাক্তন নেতারা গৃহবন্দি রয়েছেন, তাঁদের নিয়ে তিনি অত্যন্ত উৎকণ্ঠায় ভুগছেন। তাঁর দাবি, চিদাম্বরম বলেন, ওমর আবদুল্লাহ ও ফারুকদের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও যেভাবে তাঁদের বন্দি করা হয়েছে, তা নিয়ে রীতিমতো চিন্তিত তিনি।

কাশ্মীর যেতে চান চিদাম্বরম

এদিনের সাংবাদিক সম্মেলনে চিদাম্বরম বলেন, স্বাধীনতা কোনও মতেই ভাগ করা যায়না। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন ' আমাদের নিজেদের স্বাধীনতাও রক্ষাল করতে হবে, ওঁদের স্বাধীনতাও রক্ষা করতে হবে'। এপ্রসঙ্গে তিনি বলেন, সরকার অনুমতি দিলে তিনি নিজে কাশ্মীরে যেতে চান।

প্রতিহিংসার রাজনীতি প্রসঙ্গ

প্রতিহিংসার রাজনীতি প্রসঙ্গ

এদিন নিজের সাংবাদিক সম্মেলনে চিদাম্বরম বলেন, আপাতত যা পরিস্থিতি দেশের তাতে আর একটু অপেক্ষা করতে হবে সুসময় আসতে। পাশাপাশি তিনি জানান, কংগ্রেস কখনওই প্রতিহিংসার রাজনীতি করেনা।

স্ক্যানারে মমতা! শিল্প সম্মেলনে একের পর এক বিষয়ে মুখ্যমন্ত্রী বিঁধলেন কেন্দ্রকেস্ক্যানারে মমতা! শিল্প সম্মেলনে একের পর এক বিষয়ে মুখ্যমন্ত্রী বিঁধলেন কেন্দ্রকে

মোদী সরকার 'অপদার্থ ম্যানেজার' ভারতীয় অর্থনীতির! জামিনে জেলমুক্তির পর আরও ঝাঁঝালো চিদাম্বরমমোদী সরকার 'অপদার্থ ম্যানেজার' ভারতীয় অর্থনীতির! জামিনে জেলমুক্তির পর আরও ঝাঁঝালো চিদাম্বরম

English summary
P Chidambaram's reaction on Kashmir and abbrogation of 370. A day after walking out of the Tihar Jail, former Finance Minister P Chidambaram launched a scathing, stinging attack against the Narendra Modi government over the current economic slowdown. “Even after 7 months into the fiscal year, the BJP government believes that the problems faced by the economy are cyclical. The government is wrong.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X