ফের রাফালময় জাতীয় রাজনীতি! কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর আশঙ্কা চিদাম্বরমের
প্রথম থেকেই রাফাল নিয়ে বিতর্ক ছিল। বিজেপির বিরুদ্ধে এই চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনেছে কংগ্রেস। আর এই আবহে ফের রাফালময় হতে চলেছে জাতীয় রাজনীতি। সেই ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। সংসদে সিএজির রিপোর্ট পেশ হতেই কংগ্রেস ফের বিজেপিকে আক্রমণ শানাতে কোমর কষছে। আর বিজেপিকে এই ইস্যুতে আক্রমণ করার বিষয়ে সামনের সারিতে রয়েছেন পি চিদাম্বরম।

রাফাল সংক্রান্ত নয়া অফসেট বিতর্ক
রাফাল সংক্রান্ত নয়া অফসেট বিতর্ক প্রসঙ্গে এদিন টুইটে মোদী সরকারকে আক্রমণ করে চিদাম্বরম লেখেন, 'সিএজি আবিষ্কার করেছে যে রাফাল বিমানের বিক্রেতারা অফসেট চুক্তির আওতায় প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেননি। সিএজি রিপোর্টে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে না তো?'

মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস মুখপাত্র
এদিকে এই ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা। তিনি এদিন লেখেন, মেক ইন ইন্ডিয়া নয়, মেক ইন ফ্রান্স হয়ে গিয়েছে। ডিআরডিও প্রযুক্তি আদান-প্রদানের বিষয়টিকে বাতিলের খাতায় ফেলে রাখা হল। অথচ মোদীজি বলছেন, সব ঠিক আছে।

ডিআরডিওর প্রযুক্তি আদান-প্রদানের বিষয়টিকে বাতিলের খাতায়
সূর্যেওয়ালা টুইটে আরও লেখেন, 'ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তির ক্রোনোলজি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। সিএজির নতুন রিপোর্টে স্বীকার করে নেওয়া হয়েছে রাফাল অফসেটে প্রযুক্তি আদান-প্রদানের বিষয়টিকে বাতিলের খাতায় ফেলে রাখা হয়েছে। শুরুতে মেক ইন ইন্ডিয়া, এখন মেক ইন ফ্রান্স হয়ে গেল। ডিআরডিওর প্রযুক্তি আদান-প্রদানের বিষয়টিকে বাতিলের খাতায় ফেলে রাখা হল। অথচ মোদীজি বলছেন, সব ঠিক আছে।'