For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ার এক নম্বর কয়েদখানা তিহার জেলের সাত নম্বর সেলের কয়েদি পি চিদাম্বরম

  • |
Google Oneindia Bengali News

সিবিআই-এর বিশেষ আদালতের নির্দেশে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের ঠাঁই হল এশিয়ার সবচেয়ে বড় কারাগার তিহারের সাত নম্বর সেলে। সেখানে তাঁকে রাতে দেওয়া হয়েছে, রুটি, সবজি ডাল। থাকছে ওয়েস্টার্ন টয়লেট। তিহার জেলের ডিজি সন্দীপ গোয়েল এমনটাই জানিয়েছেন।

এশিয়ার এক নম্বর জেলের সাত নম্বর সেলের কয়েদি চিদাম্বরম

এদিন সন্ধেয় চিদাম্বরমকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাখা হবে তাঁকে।

এর আগে তিহার জেলে চিদাম্বরমকে না পাঠানোর আর্জি খারিজ হয়ে যায়। শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছিল।

এতদিন পর্যন্ত সিবিআই হেফাজতে ছিলেন তিনি। সেই সময় তাঁকে সিবিআই সদর দফতরের গেস্ট হাউসে রাখা হয়েছিল তাঁকে। এদিন থেকে চিদাম্বরমকে রাখা হয়েছে এশিয়ার এক নম্বর জেলের সাত নম্বর সেলে।

এদিন বিকেলে তিহার জেলে যাওয়ার আগে কেন্দ্রের উদ্দেশে এমনটাই কটাক্ষ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বলেন দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত তিনি।

English summary
P Chidambaram has been kept in Jail no 7 in Tihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X