For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে রক্ষাকবচ পেলেন চিদাম্বরম, সুপ্রিম নির্দেশে এড়ালেন ইডির গ্রেফতারি

অনেক চেষ্টার পর অবশেষে পেলেন রক্ষাকবচ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামিকাল অর্থা‌ৎ বুধবার পর্যন্ত তাঁেক কোনও ভাবেই গ্রেফতার করতে পারবে না ইডি।

Google Oneindia Bengali News

অনেক চেষ্টার পর অবশেষে পেলেন রক্ষাকবচ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামিকাল অর্থা‌ৎ বুধবার পর্যন্ত তাঁেক কোনও ভাবেই গ্রেফতার করতে পারবে না ইডি। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েেছন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরক

চিদাম্বরমের রক্ষাকবচ

চিদাম্বরমের রক্ষাকবচ

অনেক চেষ্টায় ইডির গ্রেফতারি এড়াতে পারলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। গতকাল জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার ইডির গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন চিদাম্বরমের আইনজীবী। মঙ্গলবার দুপুরে সেই মামলার শুনানি শুরু হয়। আদালতে তাঁর আইনজীবী অভিযোগ করেন, চিদাম্বরমকে হেফাজতে নিয়ে জেরা করার মতো যথেষ্ট প্রমাণ ইডির কাছে নেই। এবং তাঁকে জেরা করার নামে ৭৩ বছরের নেতার উপর চাপ সৃষ্টি করছে ইডির আধিকারিকরা। তদন্তে স্বচ্ছতা আনার দাবি জানান তাঁরা। তার পরেই বিচারপতি জানান আগামিকাল পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবেন না ইডির আধিকারিকরা।

সিবিআই হেফাজতে চিদাম্বরম

সিবিআই হেফাজতে চিদাম্বরম

গতকালই দ্বিতীয়বার সিবিআই হেফাজতে গিয়েছেন পি চিদাম্বরম। আইএনএক্স দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে ইডিও। সিবিআই প্রথম থেকেই তাঁকে হেফাজতে নিয়ে জেরার আবেদন জানিয়ে আসছিল। গ্রেফতারি এড়াতে দিল্লি হাইকোর্টে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিলে প্রবীণ এই কংগ্রেস নেতাকে গ্রেফতার করে সিবিআই। এবং প্রথম তাঁকে চার দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হতে দ্বিতীয়বার আদালত তাঁকে চার দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ৩০ অগস্ট পর্যন্ত সিবিআই আধিকারিকরা তাঁকে হেফাজতে নিেয় জেরা করবেন।

চিদাম্বরমের আইনজীবীদের দাবি

চিদাম্বরমের আইনজীবীদের দাবি

চিদাম্বরমের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চে হয় শুনানি। আদালতকে সিব্বল জানিয়েছেন সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানাচ্ছে অথচ এর আগে তিনবার চিদাম্বরমকে জেরা করেছেন তাঁরা। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর এবং ২০১৯ সালের জানুয়ারির ১ এবং ২১ তারিখ। সিবিআই আধিকারিকদের দাবি মতো সব কাগজ চিদাম্বরম জমা দিয়েছেন কিন্তু হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানানোর সময় সিবিআই সেই সেব কাগজ আদালতে পেশ করেনি। তদন্তে স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন তিনি।

চিদাম্বরমের আইনজীবীদের মধ্যে রয়েছেন অভিষেক মনুিসংভিও, তিনি আদালতে আজ সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, প্রথম থেকেই মামলার কোনও ভিত্তি ছিল না। তারপরেও সিবিআই জোর করে মামলা জটিল করার চেষ্টা করছে। কাজেই ইডি কোনও ভাবেই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানাতে পারে না। কারণ চিদাম্বরম আগেই জানিয়ে দিয়েছেন বিদেশে তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের। এবং আরবিআইয়ের অনুমতি নিয়েই সেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তাছাড়া এই নিয়ে কার্তিকে গ্রেফতার করে জেরাও করেছে ইডি। কাজেই তারপরে আর চিদাম্বরমের গ্রেফতারির কোনও যৌক্তিকতা থাকে না বলে আদালতকে জানিয়েছেন অভিষেক মনুসিংভি।

English summary
P Chidambaram cannot be arrested by the ED till tomorrow, Said SC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X