For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব ট্রেনে এই জিনিসটি আবশ্যিক ভাবে রাখতে রেলকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সব ট্রেনেই রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার। ভারতীয় রেলকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেসব যাত্রীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, জরুরি প্রয়োজনে তাদের জন্যই অক্সিজেন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

সব ট্রেনেই রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার। ভারতীয় রেলকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেসব যাত্রীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, জরুরি প্রয়োজনে তাদের জন্যই অক্সিজেন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সব ট্রেনে এই জিনিসটি আবশ্যিক ভাবে রাখতে রেলকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ট্রেনগুলিতে অসুস্থ যাত্রীদের চিকিৎসা পরিষেবা কী ভাবে দেওয়া যায়, তা নিয়ে এআইআইএমএস-এর চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রার নেতৃত্বাধীন বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন, এনএম খানইউলকার এবং জিওয়াই চন্দ্রচূড়।

তিন বিচারপতির বেঞ্চ রেলকে নির্দেশ দিতে গিয়ে বলেছে, শ্বাসকষ্টের রোগীদের সমস্যার মোকাবিলায় রেলকে ট্রেনে অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। যদি কোনও যাত্রী কিংবা তাঁর সঙ্গী টিকিট পরীক্ষক কিংবা অ্যাটেন্ডেন্টের কাছে শারীরিক সমস্যা নিয়ে অভিযোগ করেন, তাহলে কর্তব্যরত রেলকর্মীকে তা সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেশনে জানাতে হবে, যাতে সেই যাত্রী পরবর্তী রেল স্টেশন যেখানে হাসপাতাল আছে, সেখানে চিকিৎসা পেতে পারেন।

দূরপাল্লার ট্রেনে চিকিৎসক রাখতে রাজস্থান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছিল কেন্দ্র। রাজস্থান হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, দূরপাল্লার প্রত্যেক ট্রেনে একজন মেডিকেল অফিসার, একজন নার্স এবং একজন অ্যাটেন্ডেন্ট রাখার নির্দেশ দিয়েছিল। কেন্দ্র জানিয়েছিল, ট্রেনে চিকিৎসক রাখা সম্ভবপর নয়। একইসঙ্গে অসুস্থ যাত্রীদের মেডিকেল চেকআপের জন্য মেশিন ইনস্টল করাও সম্ভবপর নয় বলে আদালতকে জানিয়েছিল কেন্দ্র।

English summary
Oxygen cylinders mandatory in trains, Supreme Court tells Railways.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X