For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবদেহে ৯০ শতাংশের বেশি কার্যকরী হবে অক্সফোর্ডের টিকা, উপায় বাতলালেন সিরাম প্রধান

মানবদেহে ৯০ শতাংশের বেশি কার্যকরী হবে অক্সফোর্ডের টিকা, উপায় বাতলালেন সিরাম প্রধান

  • |
Google Oneindia Bengali News

গরম পড়তেই সংক্রমণের ধার বাড়াতে শুরু করেছে মারণ করোনা। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের নিরিখে রোজই নিত্যনতুন রেকর্ড তৈরি করছে ভারত। অন্যদিকে করোনা রুখতে টিকাকরণের গতি বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। এদিকে টিকাকরণ পর্বেরের শুরু থেকেই ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এবার তা নিয়েই মুখ খুললেন সিরাম প্রধান আদার পুন্নাওয়ালা।

মানবদেহে ৯০ শতাংশের বেশি কার্যকরী হবে অক্সফোর্ডের টিকা, উপায় বাতলালেন সিরাম প্রধান

আদারের দাবি সঠিক সময়ের ব্যবধানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার হাতে তৈরি কোভিশিল্ড প্রয়োগে মানবদেহে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকরী হবে কোভিশিল্ড। এই জন্য তিনি প্রথম ডোজের থেকে দ্বিতীয় ডোজের জন্য ২ থেকে ৩ মাসের ব্যবধানের কথা বলছেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে প্রথম করোনা টিকাকরণ শুরু হয়। সেই সময় একটি টিকার দুটি ডোজের মধ্যে চার সপ্তাহের ব্যবধান রাখে কেন্দ্র। যদিও কিছুদিন আগেই তা বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। টিকার পূর্ণ কার্যকারিতা পেতেই কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয় বলে জানানো হয়।

অন্যদিকে টিকাকরণ শুরুর পূর্বে গোটা বিশ্বজুড়ে যখন একাধিক ভ্যাকসিনের ট্রায়াল চলছে সেখানে দেখা যায় ফাইজার, মোডার্না সহ একাধিক ভ্যাকসিন মানবদেহে ৯০ শতাংশের বেশি কার্যকরী। সেখানে অক্সফোর্ডের করোনা টিকা মানদেহে মাত্রা ৬০ শতাংশ কার্যকরী বলে জানায় সংস্থা। যদিও সেই সময়েই জানিয়ে দেওয়া হয় দুটি ডোজের সময়ের তারতম্যে টিকার কার্যকারিতা বাড়তে পারে বলে জানায় অক্সফোর্ড। এবার কার্যত সেই কথাই পুনরায় স্মরণ করালেন আদার। যদিও এরপর টিকাকরণের সরকারি সিদ্ধান্তে কোনও বদল আসে কিনা এখন সেটাই দেখার।

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২ হাজার পার, সক্রিয়ের সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁইবাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২ হাজার পার, সক্রিয়ের সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই

English summary
Serum chief adar Punnawala gave new information about Oxford's corona vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X