করোনাকে বিদায় দিতে আর ৬ মাস! অক্সফোর্ডের ভ্যাকসিন সাফল্যের দোরগোড়ায়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা-ভ্যাকসিন চলতি বছরের শেষের দিকে স্বাস্থ্য নিয়ন্ত্রকদের দ্বারা সবুজ সংকেত পেতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যমে এমনই আশাব্যাঞ্জক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনিকার সহযোগিতায় ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে ক্রিসমাসের মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োজনীয় ছাড়পত্র পেতে পারে। আরও জানানো হয়েছে, ভ্যাকসিন তৈরি ও বিতরণ শুরুর পর প্রাপ্ত বয়স্কদের জন্য ভ্যাকসিন প্রয়োগের অনুষ্ঠানের অনুমোদন পেতে আরও ছয় মাস সময় লাগতে পারে।
ভ্যাকসিনেশন এবং টিকাদান সম্পর্কিত যুক্তরাজ্যের যৌথ কমিটি দ্বারা প্রোটোকলের অধীনে কোনও অনুমোদিত ভ্যাকসিন ৬৫-র বেশি বয়সীদের দেওয়া হবে। তারপরে কম বয়স্কদের দেওয়া হবে। যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে। ডোজগুলি প্রস্তুত করার আগে সমস্ত নিয়ন্ত্রক পদক্ষেপগুলি সফল ভাবে শেষ করতে হবে।
সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার বিষয়ে বিজ্ঞানীরা আশাবাদী যে, তাঁরা এই বছর শেষ হওয়ার আগে ফলাফল পাবেন এবং তাঁরা খুব কমপক্ষে ৫০ শতাংশ সংক্রমণ রুখে দিতে সমর্থ হবেন। সেই সাফল্য দোরগোড়ায় কড়া নাড়ছে।