For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিখোঁজের আগেই 'চিঠি' বোর্ড অফ ডিরেক্টরকে! চাপ নিতে পারছেন না জানিয়েছিলেন ক্যাফে কফি ডে-র মালিক

এখনও নিখোঁজ ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা এবং মালিক ভিজি সিদ্ধার্থ। সোমবার বিকেলে তিনি বেরিয়েছিলেন। আর বাড়ি ফিরে যাননি। ব্যবসায়িক কাজে সাকালেশপুরেযাওয়ার কথা ছিল তাঁর।

  • |
Google Oneindia Bengali News

এখনও নিখোঁজ ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা এবং মালিক ভিজি সিদ্ধার্থ। সোমবার বিকেলে তিনি বেরিয়েছিলেন। আর বাড়ি ফিরে যাননি। ব্যবসায়িক কাজে সাকালেশপুরে যাওয়ার কথা ছিল তাঁর। ভিজি সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছে, নেত্রবতী নদীর ওপর উল্লাল ব্রিজে।

নিখোঁজের আগেই চিঠি বোর্ড অফ ডিরেক্টরকে! চাপ নিতে পারছেন না জানিয়েছিলেন ক্যাফে কফি ডে-র মালিক

বছর ৫৫-র সিদ্ধার্থ গাড়ির চালককে বলেছিলেন ব্রিজের কাছে নিয়ে যেতে। তারপর নেমে তিনি জানান হাঁটতে যাচ্ছেন। না ফেরা পর্যপ্ত চালককে অপেক্ষার জন্য বলেছিলেন তিনি। যখন ২ ঘন্টা পরেই তিনি ফিরছেন না, তখন তিনি পুলিশকে জানান ও নিখোঁজের ডায়েরি করেন।

সংবাদ মাধ্যমের হাতে আসা একটি চিঠিতে, যার তারিখ ২৭ জুলাই, বলেছেন, তিনি সঠিক, লাভজনক ব্যবসায়িক মডেল তৈরি করতে পারেননি। সেই জন্য তিনি দুঃখিত, যাঁরা তার ওপর বিশ্বাস করেছিলেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা চালাচ্ছেন। কিন্তু বর্তমানে আর চাপ তিনি নিতে পারছেন না। এছাড়াও ঋণদানকারী সংস্থা কিংবা ব্যক্তির থেকে তার ওপর চাপ রয়েছে বলেও উল্লেখ করেছেন চিঠিতে।

এছাড়াও চিঠিতে আয়কর বিভাগের হাতে হয়রানির কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি যাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা নতুন ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করবেন বলে উল্লেখ করেছেন তিনি। সব ঘটনার জন্য তিনিই দায় নিচ্ছেন বলেও চিঠিতে জানিয়েছেন সিদ্ধার্থ। তাঁর ম্যানেজমেন্ট পুরো লেনদেন সম্পর্কে জানে। কিন্তু তা পরিবারের কাছ থেকে দূরেই রেখেছিলেন তিনি। উল্লেখ করেছেন চিঠিতে। তবে সংস্থার তরফে থেকে চিঠিটি সত্যতা যাচাই করা হয়নি বলেও জানানো হয়েছে।

নিখোঁজের আগেই চিঠি বোর্ড অফ ডিরেক্টরকে! চাপ নিতে পারছেন না জানিয়েছিলেন ক্যাফে কফি ডে-র মালিক

এদিকে ২০০-র বেশি পুলিশকর্মী কমপক্ষে ২৫ টি নৌকা নিয়ে সিদ্ধার্থের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কুকুরও। সাহায্য নেওয়া হচ্ছে স্থানীয় মৎস্যজীবীদের। অন্যদিকে উপকূল কর্নাটকে বৃষ্টির কারণে খোঁজাখুজি কাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবহিত করেন শোভা কারান্দলাজে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং কংগ্রেস নেতা ডিকে শিবকুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণার বাড়িতে যান।

English summary
In a purported letter, shared by news agency ANI and others, to the Board of Directors of his company and “Coffee Day family”, dated July 27, Siddhartha said he had “failed to create the right profitable business model”,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X