একুশের ভোটে ওয়েইসির মিমের হাত শক্ত করছেন কমল হাসান! বাংলার ভোট উত্তাপের মাঝে কোন সমীকরণ তামিলরাজ্যে
বিহার বিধানসভা নির্বাচনে অন্যতম ফ্যাক্টর হয়ে ওঠা আসাদউদ্দিন ওয়েইসির মিম এবার ২০২১ বিধানসভা নির্বাচন নিয়ে বড়া দান দিতে চলেছে। ৪ রাজ্যের হাইভোল্টেজ এই বিধানসভা নির্বাচনে ওয়েইসির মিম কোনদিকে স্টান্স নিতে চলেছে তা নিয়ে শোরগোল তুঙ্গে। এরই মাঝে কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়াম ও মিমের এক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনা ২০২১ তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে।

আসাদের হাত শক্ত করছেন কমল!
শোনা যাচ্ছে , তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কমল হাসানের দল এমএনএম ও আসাদউদ্দিন ওয়েইসির মিম একজোট হয়ে লড়ার ভাবনা চিন্তায়। বাংলার পাশাপাশি ২০২১ সালে তামিলনাড়ুতেও বিধানসভা ভোট। সেখানে মুসলিম ভোটব্যাঙ্ক একটি বড় ফ্যাক্টর। আর সেদিকে নজর দিয়েই এই সমীকরণ বলে মনে করা হচ্ছে।

হাসান-আসাদ জোট
জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে তামিলনাড়ুতে নিজের দলীয় কর্মীদের এই জোট নিয়ে কিছুটা আভাস দিয়েছেন হায়দরাবাদের ভূমিপুত্র মিম প্রধান আসাদ উদ্দিন। খুব শিঘ্রই দুই শিবিরের মধ্যে আসন সমঝোতা নিয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ২৩৪ আসনের তামিলনাড়ু ভোটে মিম ২৫ টির কম আসনে প্রার্থী দিতে পারে।

এর আগে হাসান-আসাদ সমীকরণ
এর আগে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে আসাদউদ্দিন ওয়েইসি ও কমল হাসান বহু ইস্যুতে সহমত পোষণ করেছেন। তারমধ্যে অন্যতম গডসে ইস্যু। যেখানে কমল হাসানের বক্তব্যকে সমর্থন করেন আসাদউদ্দিন।


তামিলনাড়ুতে মুসলিম ভোটব্যাঙ্ক
তামিলনাড়ুতে মুসলিমদের সংখ্যা ৫.৮৬ শতাংশ। ২০১১ সালের আদমসুমারী তাই বলছে। মূলত এই শতাংশের মুসলিম ভোট দুই দ্রাবিড় রাজনৈতিক পার্টির মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আর সেই ভাগে র দখল নিতে এবার লড়াই শুরু হবে কনল হাসানের ও আসাদউদ্দিন ওয়েইসির দলের।
(প্রতীকী ছবি)