For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত, চিন সীমান্তে সশস্ত্র বাহিনীতে শূন্যপদ ৬ হাজার! সুরক্ষা নিয়ে প্রশ্নে মোদী সরকার

ভারত, চিন সীমান্তে সশস্ত্র বাহিনীতে শূন্যপদ ৬ হাজার! সুরক্ষা নিয়ে প্রশ্নে মোদী সরকার

  • |
Google Oneindia Bengali News

ইন্দো টিবেটান বর্ডার ফোর্সে প্রায় ৬ হাজার পদ শূন্য রয়েছে। ভারত চিনের সংঘাতের চরম সময়ে মূলত এই বাহিনীই ভারত ও চিন সীমান্তের ৩৪৮৮ কিমি পাহাড়া দেয়। গত জানুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংসদীয় কমিটির সামনে এমনই তথ্য দেওয়া হয়েছে।

 মোদী সরকার ক্ষমতায় আসার পর সক্রিয়তা

মোদী সরকার ক্ষমতায় আসার পর সক্রিয়তা

২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ২৩ অক্টোবর, ২০১৪তে বলেছিলেন ভারত-চিন সীমান্তে ৫৪ টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরি করা হবে। যার জন্য সেই সময় প্রয়োজন ছিল ১২ টি নতুন ব্যাটেলিয়নের অর্থাৎ ১২০০০ নতুন সশস্ত্র নিরাপত্তা কর্মীর। ২০১৭ সালে আইটিবিপির প্রতিষ্ঠা দিবসে তিনি আরও বলেছিলেন ৫০ নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে।

৫ বছরে কাজ হয়েছে অর্ধেকের কম

৫ বছরে কাজ হয়েছে অর্ধেকের কম

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ৫৪ টি বর্ডার আউটপোস্টের সবকটিই অরুণাচল প্রদেশের জন্য। কিন্তু গতবছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ২০১৪ থেকে চিন সীমান্তে ২৩ টি নতুন বিওপি তৈরি করা হয়েছে।

 পাঁচ পকেট নিয়ে গণ্ডগোল

পাঁচ পকেট নিয়ে গণ্ডগোল

ভারত ও লচিনের মধ্যে যে পাঁচটি পকেট নিয়ে গণ্ডগোল রয়েছে, তার মধ্যে তিনটি রয়েছে লাদাখে। এর আর একটি করে উত্তরাখণ্ড ও অরুণাচলে রয়েছে। এই পাঁচটি জায়গায় নেই কোনও সীমারেখা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকেই মেনে নেওয়ার রেওয়াজ রয়েছে দুপক্ষের।

আইটিবিপিতে ৬ হাজার পদ শূন্য

আইটিবিপিতে ৬ হাজার পদ শূন্য

৩ মার্চ রাজ্যসভায় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি জানায় আইটিবিপির শক্তি হল ৮৯৫৬৭। আর ১ জানুয়ারি অনুযায়ী, আইটিবিপির সদস্য সংখ্যা ৮৩৩৩৭ জন। ফলে এই বাহিনীতে ছয় হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

সোনার দাম বিয়ের মরশুমে ৫০ হাজার ছুঁইছুঁই! ২৩ জুন কলকাতায় দর কত সোনার দাম বিয়ের মরশুমে ৫০ হাজার ছুঁইছুঁই! ২৩ জুন কলকাতায় দর কত

English summary
Over one lakh vacancies in Central Armed Police Forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X