For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ প্রতিবাদের জের, দিল্লিতে রাস্তা আটকালো পুলিশ, বাতিল বেশ কয়েকটি বিমান

সিএএ প্রতিবাদের জের, দিল্লিতে রাস্তা আটকালো পুলিশ, বাতিল বেশ কয়েকটি বিমান

Google Oneindia Bengali News

‌নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যাতে কোনও প্রতিবাদ–বিক্ষোভ জমায়েত না হয় তার জন্য দিল্লি পুলিশ রাজধানীর বহু রাস্তা আটকে দিয়েছে, যার জন্য শুধু যাত্রীদেরই হয়রানি হচ্ছে তা নয়, সমস্যায় পড়েছেন বহু বিমান কর্মীরাও। জানা গিয়েছে, বিশাল যানজটের কারণে সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না বহু বিমান কর্মী। গুরুগাম থেকে সাত কিমি দীর্ঘ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। যার জেরে ১৯টি বিমান বাতিল হয়েছে এবং ১৬টি বিমান দেরিতে ছেড়েছে।

সিএএ প্রতিবাদের জের, দিল্লিতে রাস্তা আটকালো পুলিশ, বাতিল বেশ কয়েকটি বিমান


ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে যে দিল্লি থেকে মোট ২০টি বিমানের সময় পরিবর্তন করা হয়েছে ও কমিয়ে দেওয়া হয়েছে। কারণ যানজট। বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে বিমান বাতিল করতে তারা বাধ্য হয়েছে কারণ তাদের অধিকাংশ ক্রু মেম্বাররাই গুরুগামের হোটেলে থাকেন এবং সেখান থেকে বিমানবন্দরে আসার পথে দিল্লির প্রবেশমুখেই ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে সঠিক সময়ের মধ্যে বিমানবন্দরে আসতে পারছেন না তাঁরা। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য বিমান সংস্থার ১৬টি বিমান ছাড়তে দেরি হয়েছে কারণ বিমান কর্মীরা সময়ে বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেনি। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, তাদের আটটি বিমান দিল্লি থেকে ২০ থেকে ১০০ মিনিট দেরিতে ছেড়েছে।

দিল্লি পুলিশ প্রবেশ পথগুলিতে ব্যারিকেড করে রাখায় সবসময়ই সেখানে গাড়ির ভিড় রয়েছে। ট্রাফিক পুলিশ প্রত্যেকটি গাড়ির তল্লাশি চালাচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লি জুড়ে যে বিক্ষোভ–প্রতিবাদ হচ্ছে, তা প্রতিরোধ করতে এবং রাজধানীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে রেখেছে। তবে কোন কোন রাস্তা দিয়ে যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবে সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছে দিল্লি পুলিশ। যার ফলে সমস্যা আরও বাড়ছে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদ নিয়ে রাজ্যের সংক্ষিপ্ত রিপোর্টে অখুশি হাইকোর্টনাগরিকত্ব আইনের প্রতিবাদ নিয়ে রাজ্যের সংক্ষিপ্ত রিপোর্টে অখুশি হাইকোর্ট

English summary
IndiGo said it had to reschedule and curtail 20 flights out of Delhi (about 10 percent of its outgoing flights from the capital) due to the traffic restrictions,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X