For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে দেশকে জয় এনে দেবেন মোদীই! বিশ্বাস ৯৩.৫% মানুষের, বলছে সমীক্ষা

করোনা যুদ্ধে দেশকে জয় এনে দেবেন মোদীই! বিশ্বাস ৯৩.৫% মানুষের, বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

করোনা মহামারীর মোকাবিলায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সঠিক পথেই চলেছে। মনে করছেন দেশের প্রায় ৯৩.৫ শতাংশ মানুষ। বৃহস্পতিবার এই সমীক্ষা চালানো হয়। কেন্দ্রীয় সরকার ২৫ মার্চ থেকে ২১ দিনের এবং পরে ১৫ এপ্রিল থেকে ১৯ দিনের লকডাউনের ঘোষণা করেছে। যা চালু থাকবে ৩ মে পর্যন্ত।

আইএএনএস-সি ভোটার্স সার্ভে

আইএএনএস-সি ভোটার্স সার্ভে

আইএএনএস-সি ভোটার্স সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী লকডাউনের প্রথম দিনে মোদী সরকারকে বিশ্বাস করেছিলেন ৭৬.৮ শতাংশ মানুষ। পরবর্তী পর্যায়ে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩.৫ শতাংশ। ১৬ মার্ট থেকে ২১ এপ্রিলের মধ্যে প্রশ্ন রাখা হয়েছিল ভারত সরকার কি করোনা মহামারীর পরিস্থিতি ভালভাবেই চালনা করছে।

লকডাউন বিধি করোর করায় সমর্থন বৃদ্ধি

লকডাউন বিধি করোর করায় সমর্থন বৃদ্ধি

১৬ এপ্রিল ৭৫.৮ শতাংশ মানুষ বলেছেন, সরকারিরে প্রতি তাঁদের আস্থা রয়েছে। পরবর্তী সময়ে লকডাউন মান্য করতে বিধিনিষেধ কঠোর করায় সেই সমর্থন আরও বৃদ্ধি পেয়েছে।

একদিনে সমর্থন বৃদ্ধি ১০.৫ শতাংশ

একদিনে সমর্থন বৃদ্ধি ১০.৫ শতাংশ

উল্লেখ করা যেতে পারে, এই সমীক্ষায় দেখা গিয়েছে ৩১ মার্চ সরকারের কাজের প্রতি সমর্থন ছিল ৭৯.৪ শতাংশ মানুষের। কিন্তু একদিনের মধ্যে অর্থাৎ ১ এপ্রিল সেই সমর্থন বৃদ্ধি হয়ে ৮৯.৯ শতাংশে পৌঁছে যায়।

বিশ্বসেরা প্রধানমন্ত্রী, বলছে মার্কিন সমীক্ষা

বিশ্বসেরা প্রধানমন্ত্রী, বলছে মার্কিন সমীক্ষা

করোনা সংক্রমণে জেরবার বিশ্বের প্রায় সব দেশ। এরই মধ্যে কোন রাষ্ট্রনেতা কেমন কাজ করছে তা নিয়ে জনমত সমীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতার হার বেড়েছে এই করোনা সংকটের মধ্যে। জানুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর গ্রহণযোগ্যতা ছিল ৬২ শতাংশ। যা একলাফে বেড়ে ৬৮ শতাংশ হয়ে গিয়েছে।

এই সমীক্ষার রেজাল্ট নিজের টুইটারে শেয়ার করে প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি লেখেন, জনমত সমীক্ষাই বলছে প্রধানমন্ত্রী কত ভালো কাজ করছেন। প্রধানমন্ত্রী সব সময় অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়ে এসেছেন। এই দেশ তার লিডারশিপের ওপর ভরসা রাখে।

করোনা আতঙ্কের মধ্যে প্রবল ভূমিকম্প! সুনামির সতর্কতার পর কেঁপে উঠল চিনের প্রতিবেশী দেশকরোনা আতঙ্কের মধ্যে প্রবল ভূমিকম্প! সুনামির সতর্কতার পর কেঁপে উঠল চিনের প্রতিবেশী দেশ

English summary
Over 93.5 % people believe Modi Govt is handling coronavirus outbreak effectively. There was a survey by USA organisation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X