For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দিনেও দৈনিক করোনা কেস পাঁচ হাজারের ওপর, সিল মুম্বইয়ের ৪৫৭টি বহুতল

দ্বিতীয় দিনেও দৈনিক করোনা কেস পাঁচ হাজারের ওপর

Google Oneindia Bengali News

গত বছরের মার্চেও করোনা ভাইরাসের চোখ রাঙানি দেশবাসীর ওপর চরম আঘাত হেনেছিল। কিন্তু এ বছরের মার্চ মাসও খুব একটা স্বস্তি দিতে পারছে কই। মহারাষ্ট্র করোনা সংক্রমণে আবারও শীর্ষ তালিকায়। এরই মধ্যে মুম্বইতে বৃহস্পতিবার একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫,৫০৪ জন, যা মহামারি শুরু হওয়ার পর থেকে দৈনিক সর্বোচ্চ কেস বলে জানা গিয়েছে। বুধবার এই শহর সাক্ষী থেকেছে ৫,১৮৫টি নতুন সংক্রমণের, যা ২০২০ সালের মার্চ মাসের পর থেকে সর্বোচ্চ। আর এই সংখ্যাই যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য সরকারের।

টেস্টের ফলে অতিরিক্ত ৪০০টি কেস ধরা পড়ে

টেস্টের ফলে অতিরিক্ত ৪০০টি কেস ধরা পড়ে

বিএমসি ভিড় বহুল এলাকায় দ্রুত করোনা টেস্ট করার ফলে অতিরিক্ত প্রায় ৪০০টি নতুন কেস ধরা পড়েছে। বৃহস্পতিবার মুম্বইতে ১৪ জনের মৃত্যু হয়েছে, যা বুধবারের দৈনিক মৃত্যুর (‌৬)‌ চেয়ে দ্বিগুণ। বিএমসি তার রিপোর্টে জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৪৬,৮৬৯ জনের কোভিড টেস্ট সম্পন্ন হয়েছে।

 ৪৫৭টি বহুলতল সিল

৪৫৭টি বহুলতল সিল

বাণিজ্য নগরীর পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মোট ৪৫৭টি বহুতল সিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যখন দৈনিক করোনা কেস বৃদ্ধি পেয়েছে অন্যদিকে করোনায় সুস্থতার হার বুধবার ৯০ শতাংশ থেকে নেমে ৮৮ শতাংশে পৌঁছেছে। এর অর্থ হল করোনা কেস দ্বিগুণ হতে ৭৫দি সময় নিচ্ছে। বুধবার পরিসংখ্যান বলছে ৮৪ দিনে করোনা কেস মুম্বইতে দ্বিগুণ হয়েছে।

 ১০ লক্ষ ভ্যাকসিন ডোজ দেওয়া সম্পন্ন

১০ লক্ষ ভ্যাকসিন ডোজ দেওয়া সম্পন্ন

এই শহরে ইতিমধ্যেই ১০ লক্ষ ভ্যাকসিন ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে এবং এখন বিএমসি দৈনিক এক লক্ষ করে ডোজ দেওয়ার লক্ষ্যে পৌঁছাতে চায়। এর আগে ৬০ হাজারের লক্ষ্যে পৌঁছেছিল বিএমসি।

সক্রিয় করোনা কেসের সংখ্যা

সক্রিয় করোনা কেসের সংখ্যা

বিএমসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরের কেডব্লিউ ওয়ার্ডে ২,৮৮৪টি সক্রিয় কেস দেখা দিয়েছে, যা শহরের মধ্যে সর্বোচ্চ। এরপর আরসি ওয়ার্ডে সক্রিয় কোভিড কেসের সংখ্যা ১,৯৩৯টি। ৪৫৭টি সিলড হওয়া বহুতলের মধ্যে কেডব্লিউ ওয়ার্ডে রয়েছে ১১৪টি। বিএমসি এমন বহুতলগুলি সিল করছে যেখানে পাঁচটির বেশি পজিটিভ কেস রয়েছে।

দেড় হাজারের বেশি দৈনিক করোনা কেস, হোলি–নবরাত্রি উৎসব পালনে নিষেধাজ্ঞা দিল্লিতে দেড় হাজারের বেশি দৈনিক করোনা কেস, হোলি–নবরাত্রি উৎসব পালনে নিষেধাজ্ঞা দিল্লিতে

English summary
over 5000 new covid 19 infections in mumbai for 2nd straight day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X