For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ জনেরও বেশি যাত্রীকে বিমানবন্দরে রেখেই উড়ে গেল Go First এর G8116! এরপর...

আপনার চোখের সামনে দিয়ে বাস বেরিয়ে যেতেই পারে! ধরুন আপনি প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনার গন্তব্যে যাওয়ার ট্রেনটি বেরিয়ে গেল। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। তাই বলে বিমান। একজন দুজন নয়, একেবারে ৫০ জন যাত্রীকে বিমানবন্দর

  • |
Google Oneindia Bengali News

আপনার চোখের সামনে দিয়ে বাস বেরিয়ে যেতেই পারে! ধরুন আপনি প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনার গন্তব্যে যাওয়ার ট্রেনটি বেরিয়ে গেল। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। তাই বলে বিমান। একজন দুজন নয়, একেবারে ৫০ জন যাত্রীকে বিমানবন্দরে রেখেই উড়ে গেল বিমান। এমনই অভিযোগ উঠল গো ফার্স্ট সংস্থার একটি বিমানের বিরুদ্ধে।

যাত্রীকে বিমানবন্দরে রেখেই উড়ে গেল Go First এর G8116!

অভিযোগ, সোমবার সকালে ব্যাঙ্গালুরু বিমানবন্দরে যখন যাত্রীরা দাঁড়িয়ে তখন তাঁদের রেখেই উড়ে যায় বিমানটি। ঘটনার পর অপেক্ষমান যাত্রীদের মধ্যে অনেকেই টুইটারে অভিযোগ জানাতে শুরু করেন। সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন একাধিক সোশ্যাল মিডিয়াতে।

Go First বিমানের G8116 বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৬ টা ৩০ মিনিটে বিমানটির ওড়ার কথা ছিল। বিমানটির ব্যাঙ্গালুরু থেকে দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল। মোট ৫৪ জন যাত্রী অভিযোগ এনেছেন, তাঁদের না নিয়েই বিমান ছেড়ে দিয়েছে। প্রমাণ স্বরূপ তাঁরা বোডিং পাশও দেখিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এভাবে যাত্রীদের না নিয়েই উড়ে যাওয়ার ঘটনা রীতিমত নজিরবিহীন বলছেন সবাই।

অন্যদিকে এক যাত্রী দাবি করেছেন, যাত্রীদের ফেলে শুধুমাত্র লাগেজ নিয়েই উড়ে গিয়েছে বিমানটি। অপর একটি বিমান যাত্রী অভিযোগ করে জানিয়েছেন, তাঁদের বোডিং পাশ দেওয়া হয়েছিল। আর তা দেওয়া হয় গেট নম্বর ২৫ থেকে। এরপরেও তাঁদের না নিয়েই দিল্লির উদ্দেশ্যে বিমানটি উড়ে যায় বলে অভিযোগ যাত্রীদের।

এই ঘটনায় রীতিমত প্রশ্নের মুখে পড়েছে বিমান সংস্থা Go First। যদিও যাত্রীদের বিক্ষোভের মধ্যে ইতিমধ্যে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে সংস্থার তরফে। শুধু তাই নয়, যাত্রীদের জন্য সংস্থার তরফে অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয় বলে খবর।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে মাঝ আকাশে একের পর এক ঘটনার কথা সামনে আসছে। কোথাও মহিলা যাত্রীদের উপর প্রস্রাব করে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটছে তো কোথাও মাঝ আকাশে হাতাহাতিতে জড়াচ্ছেন যাত্রীরা। আর এর মধ্যেই সমস্ত কিছুকে ছাপিয়ে গেল এই ঘটনা।

একেবারে যাত্রীদের না নিয়েই বিমান উড়ল রাজধানীর উদ্দেশ্য।

English summary
over 50 passengers alleges, a Go first flight took off from Bengaluru Airport leaving them behind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X