For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

placement ALERT from TCS: চাকরির বাজারে বড় ঘোষণা টিসিএসের! ৪০ হাজারেও বেশি নিয়োগের সিদ্ধান্ত

গত দুবছর ধরে করোনা পরিস্থিতি বেসামাল দেশ। টলমল দেশের অর্থনীতি। কার্যত সব জায়গাতে কর্মীছাঁটাই। কোথাও কমিয়ে দেওয়া হচ্ছে বেতন। সর্বত্র এক দুশ্চিন্তার পরিস্থতি। এই অবস্থায় চাকরির বাজারে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে দেশের অন্যতম ব

  • |
Google Oneindia Bengali News

গত দুবছর ধরে করোনা পরিস্থিতি বেসামাল দেশ। টলমল দেশের অর্থনীতি। কার্যত সব জায়গাতে কর্মীছাঁটাই। কোথাও কমিয়ে দেওয়া হচ্ছে বেতন। সর্বত্র এক দুশ্চিন্তার পরিস্থতি। এই অবস্থায় চাকরির বাজারে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (TCS)।

দেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে প্রায় ৪০ হাজার ফ্রেসার্স। সদ্য কলেজ থেকে পাশ করেছে এমন যুবক -যুবতি কেই বেছে নেবে টিসিএস। ২০২১-২২ আর্থিক বছরে এই বিশাল কর্মী নিয়োগ করবে সংস্থা। এমন টাই সম্প্রতি জানানো হয়েছে সংস্থা র তরফে ।

চাকরির বাজারে পথ দেখাচ্ছে টিসিএস

চাকরির বাজারে পথ দেখাচ্ছে টিসিএস

প্রায় পাঁচ লক্ষ কর্মী দেশের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থাতে কাজ করছে । তবে বেশ কিছু প্রজেক্টে র জন্যে আরও লোক প্রয়োজন। আর সদিকে তাকিয়ে ক্যাম্পাস কিংবা দেশের বিভিন্ন কলেজ থেকে গ্যাজুয়েট পাশ করেছে এমন ৪০ হাজার যুবক-যুবতিকে চাকরি দেবে সংস্থা। গত বছর এই সংখ্যায় কর্মী নিয়োগ করেছিল সংস্থা। এবারও সে পথেই হাঁটতে চলছে টিসিএস। যেখানে সর্বত্র কাজ হারানোর ভয়, বেতন কমিয়ে দেওয়ার আশঙ্কা। সেখানে কার্যত সদ্য কলেজ পাশ করা পড়ুয়াদের চাকরি দিয়ে নজির গড়তে চলেছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা।

৪০ হাজারেরও বেশি নিয়োগ

৪০ হাজারেরও বেশি নিয়োগ

সংস্থার এক আধিকারিক জানাচ্ছেন, করোনা পরিস্থিতির মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা চালানোটা যথেষ্ট চ্যালেঞ্জের। গত বছর প্রায় ৩ লক্ষ্যেরও বেশি ফ্রেসার্স ভার্চুয়ালের মাধ্যমে চাকরির পরীক্ষাতে অংশ নিয়েছিল। দেশের বিভিন্ন ক্যাম্পাস ঘেটে ৪০ হাজার ফ্রেসার্স নিয়োগ করা হয়। সংস্থার ওই কর্তা জানাচ্ছেন, এবারও সেই প্রক্রিয়া জারি থাকছে। এবার হয়তো ৪০ হাজারেরও বেশি ফ্রেসার্স নিয়োগ করা হতে পারে সংস্থাতে।

মার্কিন অফিসেও হতে পারে নিয়োগ

মার্কিন অফিসেও হতে পারে নিয়োগ

গতবছর অর্থাৎ ২০২০ সালেও টিসিএস তাঁদের আমেরিকার সংস্থার জন্যে প্রায় দুহাজার ট্রেনি নিয়োগ করেছিল। এবার সেখানে নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানাচ্ছেন সংস্থার চিফ অপারেটিং অফিসার। তবে সংখ্যাটা কত তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ওই আধিকারিকরা। তবে সবটাই নির্ভর করছে প্রোজেক্ট পাওয়ার উপর।

English summary
Over 40k freshers to be hired in TCS FY22
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X