For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে কেন্দ্রীয় এই প্রকল্পের কাজ বাকি প্রায় এক তৃতীয়াংশ, মন্ত্রীর স্বীকারোক্তিতে চাঞ্চল্য

রাজ্যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের অধীনে প্রায় ৩৬ শতাংশের ওপর কাজ বাকি রয়েছে। বিধানসভায় অগম বিধায়ক ফণিভূষণ চৌধুরীর প্রশ্নের উত্তরে এমনটাই বললেন পঞ্চায়েতমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের অধীনে প্রায় ৩৬ শতাংশের ওপর কাজ বাকি রয়েছে। বিধানসভায় অগম বিধায়ক ফণিভূষণ চৌধুরীর প্রশ্নের উত্তরে এমনটাই বললেন পঞ্চায়েতমন্ত্রী নবকুমার দোলে। অসমে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০০৬-০১ অর্থবর্ষে। সেই সময় থেকে ৪,১৪,৫৫১ টি কাজ এই প্রকল্পে হাতে নেওয়া হয়েছে।

রাজ্যে কেন্দ্রীয় এই প্রকল্পের কাজ বাকি প্রায় এক তৃতীয়াংশ, মন্ত্রীর স্বীকারোক্তিতে চাঞ্চল্য

পঞ্চায়েতমন্ত্রী নবকুমার দোলে জানিয়েছেন, ২,৬৪,৯৭৬ টি কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে ১.৪৯,৫৭৫ টি কাজ। বিধানসভায় মন্ত্রী জানিয়েছেন, পারিশ্রমিক হিসেবে গ্রামবাসীরা এখনও ৭৬.৬৭ কোটি টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। কেন্দ্র যত তাড়াতাড়ি টাকা দেবে, ঠিক ততটাই তাড়াতাড়ি শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে মন্ত্রী জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে প্রকল্প শুরু হওয়ার পর থেকে কেন্দ্র ৯,২৬৪.৯৭ কোটি টাকা রাজ্যের জন্য দিয়েছে। যার মধ্যে ৯,১৯৫.১৫ কোটি টাকা গ্রামের বিভিন্ন কাজের জন্য খরচ করা হয়েছে।

অসমে ১০০ দিনের কাজ পায় ৪২,৯১,৪৩৩ জন জব কার্ড প্রাপক। কিন্তু এর মধ্যে ২৫,৯৬,০৯৬ টি পরিবার সক্রিয় বলে তথ্য দিয়েছেন মন্ত্রী।

English summary
Over 36 per cent works under MGNREGA are incomplete in Assam since 2006-07
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X