For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগেই ধাক্কা বিজেপিতে, দল ছাড়ার হিড়িক প্রার্থী তালিকা প্রকাশের পরই

রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। শুধু হই-হুল্লোড়, জমায়েত, স্লোগান, গন্ডগোলই নয়, দল ছাড়ার হিড়িকও পড়ে গেল বিজেপিতে।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। শুধু হই-হুল্লোড়, জমায়েত, স্লোগান বা গন্ডগোলই নয়, দল ছাড়ার হিড়িকও পড়ে গেল বিজেপিতে। বিজেপি ছাড়লেন অন্তত ২৫০ জন নেতা-কর্মী। রাজস্থানে ভোটের মুখে ফের একবার অস্বস্তিতে পড়ল শাসক দল।

প্রার্থী তালিকা প্রকাশের পরই বাধল গোল

প্রার্থী তালিকা প্রকাশের পরই বাধল গোল

প্রথম পর্বের পার্থী তালিকা প্রকাশ হওয়ার আগে জয়পুরে বিজেপির মুখ্য কার্যালয়ের সামনে সোমবার সকাল থেকেই জড়ো হয়েছিলেন উৎসাহী নেতা-কর্মীরা। প্রার্থী তালিকা প্রকাশের পরই বাধল গোল। যে নেতারা প্রার্থী হতে পারেননি, তাঁদের সমর্থকরা সকাল থেকে বিজেপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। স্লোগান দিতে থাকেন।

বিধায়ক বাদ পড়তেই গন্ডগোল

বিধায়ক বাদ পড়তেই গন্ডগোল

টিকিট না পাওয়া নেতাদের মান ভাঙানোর দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে। বিশেষ করে আজমেড়ের কিষাণগড় কেন্দ্র থেকে বিধায়ক ভগীরথ চৌধুরী বাদ পড়া নিয়েই সমর্থকরা গন্ডগোল শুরু করে দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ডাকতে হয় সামাল দিতে।

[আরও পড়ুন: যোগী রাজ্যের মতোই রাজ্যে নাটকীয় পরিস্থিতি! অমিত শাহের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ][আরও পড়ুন: যোগী রাজ্যের মতোই রাজ্যে নাটকীয় পরিস্থিতি! অমিত শাহের সিদ্ধান্ত নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ]

দল ছাড়লেন ২৫০ কর্মী

দল ছাড়লেন ২৫০ কর্মী

এই ঘটনার জেরে ৫০ জন বিজেপি নেতা ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। ২৫০ জনেরও বেশি কর্মী দল ছাড়ার কথা ঘোষণা করে দেন প্রকাশ্যেই। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যের প্রধান কার্যালয় ছাড়িয়ে অন্যান্য স্থানেও। পুলিশ পাহারা বসানো হয় বিভিন্ন পার্টি অফিসের সামনে। যাতে বিক্ষোভকারীরা ভাঙচুর করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা।

[আরও পড়ুন:রাফালে ইস্যুতে ঘুরিয়ে রাহুলকে 'মিথ্যেবাদী' বললেন ড্যাসল্ট সিইও ][আরও পড়ুন:রাফালে ইস্যুতে ঘুরিয়ে রাহুলকে 'মিথ্যেবাদী' বললেন ড্যাসল্ট সিইও ]

বিজেপির প্রার্থী তালিকায়

বিজেপির প্রার্থী তালিকায়

বিজেপি রাজস্থান বিধানসভা নির্বাচনে ১৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করে। এর মধ্যে রয়েছেন ৮৫ জন বিধায়ক। ২৫ জন নতুন মুখকে রাখা হয়েছে বিজেপির তালিকায়। মহিলা প্রার্থী হিসেবে রয়েছেন ১২ জন। ওই তালিকায় রয়েছেন ১৭ জন তপশিলি জাতিভুক্ত প্রার্থী আর ১৯ জন তপশিলি উপজাতিভুক্ত প্রার্থী।

[আরও পড়ুন: সরকারের দৃষ্টিকোণ ব্যাখ্যা! নরেন্দ্র মোদী উর্জিত প্যাটেলের বৈঠক নিয়ে জল্পনা][আরও পড়ুন: সরকারের দৃষ্টিকোণ ব্যাখ্যা! নরেন্দ্র মোদী উর্জিত প্যাটেলের বৈঠক নিয়ে জল্পনা]

English summary
Over 250 workers leave BJP after announcement of candidate list in Rajasthan. BJP MLA Bhagirath Chowdhury was not in list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X