For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনার নাম ব্যবহার করে ফায়দা তোলার চেষ্টা বন্ধ হোক, রাষ্ট্রপতিকে চিঠি দেড়শো জন বিশিষ্টর

প্রায় দেড়শো জন বিশিষ্ট মানুষ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করলেন যাতে ভোটের মধ্যে সেনার নাম ব্যবহার করে কেউ ফায়দা তুলতে না পারেন।

  • |
Google Oneindia Bengali News

প্রায় দেড়শো জন বিশিষ্ট মানুষ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করলেন যাতে ভোটের মধ্যে সেনার নাম ব্যবহার করে কেউ ফায়দা তুলতে না পারেন। এই বিশিষ্টদের মধ্যে রয়েছেন সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধানরা। রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে আর্জি জানানো হয়েছে।

সেনার নাম ব্যবহার নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি

চিঠির শীর্ষকে লেখা হয়েছে, ফ্রম আ গ্রুপ অব ভেটেরানস টু আওয়ার সুপ্রিম কম্যান্ডার। সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মোদীজি কি সেনা বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে।

বলা হয়েছে, রাজনৈতিক নেতারা গ্রহণযোগ্য নয় এমন কাজ করছেন, সেনার কৃতিত্বকে নিজেদের বলে দাবি করছেন। এমনকী সেনাকে মোদীর সেনা বলতেও ছাড়ছেন না। অথবা বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনের ছবি প্রচারে ব্যবহার করছেন।

যে অভিযোগের চিঠি পাঠানো হয়েছে তাতে সেনার তিন প্রধান সুনীত ফ্রান্সিস রদরিগেস, শঙ্কর রায়চৌধুরী, দীপক কাপুরের নাম রয়েছে। চারজন প্রাক্তন নৌসেনা প্রধান লক্ষ্মীনারায়ণ রামদাস, বিষ্ণু ভগবত, অরুণ প্রকাশ ও সুরেশ মেহতার নাম রয়েছে। এছাড়া বায়ুসেনার প্রাক্তন প্রধান এনসি সুরীর নাম রয়েছে।

English summary
Over 150 veterans write to president against netas using military for poll gains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X