For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিধ্বংসী ধুলোঝড়ের আশঙ্কা রাজস্থান, উত্তর প্রদেশে, ঝড়ের বলি ১০০ ছাড়াল

রাজস্থান , উত্তর প্রদেশ জুড়ে প্রবল ধুলি ঝড়ের তাণ্ডবে প্রায় একশোরও বেশি মানুষ মারা গিয়েছেন । আহতের সংখ্যা পৌঁছেছে ২০০ এর কাছাকাছি।

Google Oneindia Bengali News

রাজস্থান , উত্তর প্রদেশ জুড়ে প্রবল ধুলো ঝড়ের তাণ্ডবে প্রায় একশোরও বেশি মানুষ মারা গিয়েছেন । আহতের সংখ্যা পৌঁছেছে ২০০ এর কাছাকাছি। আতঙ্ক আর বিপর্যয়ের ক্লান্তির মধ্যেই চলছে স্বজন হারার আর্তনাদ। এদিকে, আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একবার ধুলি ঝড়ের কবলে পড়তে পারে এই দুটি রাজ্য। ফলে পরিস্থিতি মোকাবিলাতে কড়া বন্দোবস্ত রাখছে দুই বিজেপি শাসিত রাজ্য রাজস্থান ও উত্তর প্রদেশ।

ফের বিধ্বংসী ধুলিঝড়ের আশঙ্কা রাজস্থান, উত্তর প্রদেশে, ঝড়ের বলি ১০০ ছাড়াল

এই মুহুর্তে রাজস্থান্রে তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে ঘোরা পেরা করছে। পশ্চিম রাজস্থানে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪৭ ডিগ্রিকে। এভাবেই পশ্চিম ভারতের তাপমাত্রা ক্রমই আগামী এক সপ্তাহে বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। শুধু রাজস্থান নয়। মহারাষ্ট্রের বেশ কিছু এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। এর আগে, বুধবারের আচমকা আছড়ে পড়া ধুলি ঝড়ের কবলে পড়ে রাজস্থানের একাধিক এলাকায় মৃত্যু হয়েছে বহু জনের। আহতের সংখ্য়া শতাধিকে পৌঁছেছে। কোথাও বাড়ি ভেঙে পড়ে, তো কোথাও গাছ পড়ে গিয়ে মৃত্য়ু হয়েছে অনেকের। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের পরিবারকে ৬০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়।

এদিকে প্রাকৃতিক ভয়াবহতার হাত থেকে মুক্তি পায়নি উত্তর প্রদেশও। বুধবার রাতে উত্তর প্রদেশের পশ্চিমাংশের চার জেলা থেকে অন্তত ৬৪ জনের মৃত্যুর খবর এসেছে। সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে আগ্রা শহরে। নিহত হয়েছেন। আগ্রায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। রাজ্যের সরকারি কর্মকর্তারা জানান, এছাড়া তিনজনের মৃত্যুর খবর এসেছে বিজনর থেকে। কানপুরের তিনজন, সাহারানপুরের দুজন বরিলিতেও একজন মারা গিয়েছেন। আগ্রার গ্রামাঞ্চলে বেশিরভাগ মৃত্যুই হয়েছে দেওয়াল চাপা পড়ে। মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ চার জেলার জেলা ম্যাজিস্ট্রেটকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

English summary
Over 100 dead, 200 injured as thundershowers continue to batter Rajasthan, UP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X