For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈনিক সংক্রমণ হ্রাসের পাশাপাশি ভারতে মোট করোনা ভাইরাস টেস্ট ১২ কোটি অতিক্রম করল

ভারতে মোট করোনা ভাইরাস টেস্ট ১২ কোটি অতিক্রম করল

Google Oneindia Bengali News

অক্টোবরের শুরু থেকেই দেশে দৈনিক সংক্রমণের গ্রাফ নীচের দিকে নামতে শুরু করে দিয়েছিল। অন্যদিকে দেশে করোনা পরীক্ষার সংখ্যাও দিন দিন বাড়ছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড–১৯ টেস্ট হয়েছে ৮,৪৪,৩৮২ এবং এই নিয়ে দেশে মোট করেনা টেস্টের সংখ্যা দাঁড়াল ১২,৬৫,৪২,৯০৭। এই টেস্টের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ রোগী রয়েছে ৭.‌০১ শতাংশ।

৩০ হাজারের কম দৈনিক সংক্রমণ

৩০ হাজারের কম দৈনিক সংক্রমণ

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও কম, ২৯,১৬৩। যা টানা দ্বিতীয় দিনেও ৩০ হাজারের কম আক্রান্তের সংখ্যা বজায় রেখেছে। দেশের নাগরিকরা নিজেদের প্রতি সচেতন হওয়ার কারণেও দৈনিক আক্রান্ত অনেকটাই কমে গিয়েছে।

দেশে সক্রিয় কেস ৫.‌১১ শতাংশ

দেশে সক্রিয় কেস ৫.‌১১ শতাংশ

দেশে সক্রিয় কেসের সংখ্যা ৪,৫৩,৪০১, যা ৫.‌১১ শতাংশ। এছাড়া ভারতে করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮২,৯০,৩৭০। যা ৯৩.‌৪২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে ওঠা ৭২.‌৮৭ শতাংশ রোগী ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং এই একই রাজ্য থেকে ৭৫.‌১৪ শতাংশ নতুন কেসও ধরা পড়েছে।

 কেরল ফের ঘুরে দাঁড়াচ্ছে

কেরল ফের ঘুরে দাঁড়াচ্ছে

কেরল ফের আরও একবার করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। রাজ্যে ৬,৫৬৭ জন সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে। দৈনিক সুস্থতার সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে ৪,৩৭৬ এবং দিল্লি থেকে ৩,৫৬০ জন বলে জানা গিয়েছে।

একদিনে মৃত্যু ৪৪৯

একদিনে মৃত্যু ৪৪৯

১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৪৪৯টি অর্থাৎ ৭৮.‌৪০ শতাংশ নতুন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দিল্লিতে নতুনভাবে মৃতু হয়েছে ৯৯ জনের, মহারাষ্ট্রে ৬০ ও পশ্চিমবঙ্গে ৫৩ জনের। দেশে মৃতের হার ১.৪৭ শতাংশ

করোনার থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে চরম সিদ্ধান্ত, কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠালেন কেজরিওয়ালকরোনার থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে চরম সিদ্ধান্ত, কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠালেন কেজরিওয়াল

English summary
ovar 12 crore covid test conducted in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X