For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাদের হাত মুসলিমদের খুনে কলঙ্কিত, কংগ্রেসের নেতার মন্তব্যে হইচই

আলিগর মুসলিম ইউনিভার্সিটিতে এক প্রশ্নোত্তর পর্বে, 'মুসলিমদের খুনে কলঙ্কিত কংগ্রেস বলে হইচই ফেলে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা সালমান খুরশিদ।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

মুসলিমদের খুনে কলঙ্কিত তাঁর দল! আলিগর মুসলিম ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে এমনই মন্তব্য় করে হইচই ফেলে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা সালমান খুরশিদ।

আমাদের হাত মুসলিমদের খুনে কলঙ্কিত, কংগ্রেসের নেতার মন্তব্যে হইচই

প্রশ্নোত্তর চলাকালীন আমীর মিন্তই নামে এক ছাত্র জাতীয় কংগ্রেসের শাসনকালেই দেশে বেশিরভাগ বড় বড় দাঙ্গা সংঘিটত হওয়া নিয়ে প্রশ্ন করে অস্বস্তিতে ফেলে দেন এই প্রবীন নেতাকে। আমীর বলেন, '১৯৪৮ সালে এএমইউ অ্যাক্ট (আলিগর মুসলিম ইউনিভার্সিটি অ্যাক্ট)-এর সংশোধন করা হয়। এবং তারপর ১৯৫০-এ রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী মুসলিম দলিতরা এসসি-এসটি কোটার সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত হয়।

হাসিমপুরা, মালিয়ানা, মীরাট, মুজফ্ফরনগর ভাগলপুর, মোরাদাবাদের মুসলমান বিরোধী দাঙ্গা এবং বাবরি মসজিদ ধ্বংস সবই হয়েছে কংগ্রেসের আমলে। এইসব কলঙ্কের দাগ কিভাবে কংগ্রেস মুছে ফেলবে? বিব্রত খুরশিদ ওই ছাত্রের অভিযোগ মেনে নিয়ে বলেন, 'কংগ্রেস পার্টির হাতে মুসলমানদের রক্তের দাগ লাগা আছে। এই দলের নেতা হিসেবে আমার হাতও সেই কলঙ্ক-মুক্ত নয়।'

স্বভাবতই এই সুযোগ হাতছা়ড়া করেনি বিজেপি। সাংসদ সুব্রামনিয়ম স্বামী বলেন, 'কংগ্রেসের এবার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে।'

English summary
During an interactive session at Aligarh Muslim University, Senior Congress leader and former union minister Salman Khurshid said that his party is stained with the blood of Muslims.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X