For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাদের সভ্যতা হল গাই, গোবরের! ত্রিপুরায় লকডাউন শেষ কবে, ভিডিও ভাষণে ঘোষণা বিপ্লব দেবের

আমাদের সভ্যতা হল গাই, গোবরের! ত্রিপুরায় লকডাউন শেষ হবে, ভিডিও ভাষণে ঘোষণা বিপ্লব দেবের

  • |
Google Oneindia Bengali News

যেসব রাজ্যে করোনার পরিস্থিতি ভালো তার মধ্যে রয়েছে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা। সেখানকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩ মে রাজ্যে লকডাউন শেষ হবে। রাজ্যের আর্থিক বিকাশের জন্য প্রত্যেক বাড়িতে একটা থেকে দুটো গরু পালনের আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ত্রিপুরায় লকডাউন শুরু হয়েছে ২৪ মার্চ দুপুর থেকে।

মন কি বাতকে অনুসরণ বিপ্লবের

মন কি বাতকে অনুসরণ বিপ্লবের

প্রধানমন্ত্রী যেমন দেশে সাধারণ মানুষের কাছে পৌঁছতে মন কি বাতকে ব্যবহার করছেন, খানিকটা তেমনই লকডাউনের মধ্যে প্রায় প্রতিদিনই তথ্য সংস্কৃতি দফতরের উদ্দেশ রাজ্যবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দিচ্ছেন। রাজ্যকে করোনা মুক্ত করার জন্য তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

আর্থিক উন্নতির দাওয়াই

আর্থিক উন্নতির দাওয়াই

রাজ্যকে দ্রুত আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে গরু পালনে বিশেষ জোর দেন। পাশাপাশি হাঁস, মুরগি, মাছ, ফুল ও ফলের চাষের ওপর গুরুত্ব দেন।

গাই আর গোবরই হল সভ্যতা

গাই আর গোবরই হল সভ্যতা

মুখ্যমন্ত্রী একদিকে যেমন রাজ্যের দ্রুত আর্থিক বিকাশের কথা বলেছেন, একইসঙ্গে তাঁর মন্তব্য আমাদের সভ্যতা হল গাই, গোবর। রাজ্যে গরু পালনে গুরুত্ব দিতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গরু পালন করলে রাজ্যে দুধের জন্য বছরে যেমন ৫০ কোটি টাকা সাশ্রয় হবে, তেমনই ঘর-বাড়ি শুদ্ধ করা যাবে। শুকনো গোবর দিয়ে ধূপ-ধুনোও তৈরি করা যাবে।

যোগীরাজ্যে সাধু হত্যা! শিবসেনা-কংগ্রেসের সাঁড়াশি আক্রমণযোগীরাজ্যে সাধু হত্যা! শিবসেনা-কংগ্রেসের সাঁড়াশি আক্রমণ

English summary
Our civilization is cow and cow dung, say Tripura CM Biplab Deb. He said lockdown will be lifted from Tripura on 3 May.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X