For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষার কোপে যখন ভাসছে একাধিক রাজ্য, চেন্নাইয়ে বাড়ছে জলের হাহাকার

অসম, বিহার, উত্তর প্রদেশ সহ দেশের উত্তরপূর্বের একাধিক রাজ্যে প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

Google Oneindia Bengali News

অসম, বিহার, উত্তর প্রদেশ সহ দেশের উত্তরপূর্বের একাধিক রাজ্যে প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মহারাষ্ট্র পর্যন্ত বৃষ্টিতে বিপর্যস্ত। কিন্তু চেন্নাই যেন চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে। এক রত্তি কালো মেঘের দেখা পর্যন্ত নেই। পানীয় জল বয়ে নিয়ে আসতে হচ্ছে অন্য রাজ্য থেকে। এই চরম জলসংকট এর আগে কখনও ঘটেনি চেন্নাইয়ে।

ট্যাঙ্কারে আসছে জল

ট্যাঙ্কারে আসছে জল

গত ১৭ জুলাই কাবেরী নদীর জল ট্রেনের ট্যাঙ্কারে ভরে নিয়ে আসা হয়েছে তামিলনাড়ুর জোলারপেটে। ৫০ টি ট্যাঙ্কে করে হাফ মিলিয়ন জল পৌঁছে দেওয়া হচ্ছে চেন্নাইয়ে। এতোটাই চরম জলসংকটে রয়েছে চেন্নাই।

জলের জন্য হাহাকার

জলের জন্য হাহাকার

জুনে বৃষ্টি না হলেও অনেকেই আশা করেছিলেন জুলাইয়ে বৃষ্টি হবে। কিন্তু তার কোনওটাই না হওয়ায় জলের জন্য হাহাকার আরও বেড়েছে। প্রায় ১০ লক্ষ লোকের বাস শুধু মাত্র চেন্নাই শহরে। এঁদের জল সংকট দূর করতে প্রতিদিন ৬৬০,০০০ গ্যালন জল ট্রেনে করে পৌঁছে দেওয়া হচ্ছে। চেন্নাই থেকে ২০০ কিলোমিটার দূরে কাবেরী নদীর জলাধার থেকে জল সংগ্রহ করা হচ্ছে।

কেন এই জলসংকট

কেন এই জলসংকট

অনেকেই দাবি করছেন চেন্নাইয়ের জনসংখ্যা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ার কারণেই এই চরম জলসংকট দেখা দিয়েছে। তার উপরে বৃষ্টি না হওয়া আরও সমস্যা বাড়িয়েছে। গতবার স্বাভাবক বর্ষা হলেও মাত্রাতিরিক্ত চাহিদার কারণে চেন্নাইয়ে চরম জলসংকট দেখা দিয়েছিল। এবার সেটা চরম আকার নিয়েছে। শীঘ্রই এর কোনও উপায় বের করতে না পারলে মরুরাজ্যের মতো অবস্থা হবে চেন্নাইয়ের এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।

English summary
Other parts of country flooded but water crisis haunts Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X