রাহুল মিথ্যাবাদী! টুইটে অভিযোগ মুখ্যমন্ত্রীর ওএসডির
রাহুল গান্ধী মিথ্যাবাদী। এমনটাই বললেন গোয়ার মুখ্যমন্ত্রীর ওএসডি প্রসন্ন কার্তিক। রাহুল গান্ধী দাবি করেছিলেন, রাফালে নিয়ে চূড়ান্ত চুক্তি সম্পর্কে তিনি জানেন না, এমনটাই নাকি জানিয়েছিলেন পারিক্কর। মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দ্রুত সুস্থ হওয়ার কামনা নিয়ে গিয়েছিলেন রাহুল।

গোয়ার পারিক্করের সঙ্গে দেখা করার পর কেরলে দলীয় সমাবেশে যোগ দেন রাহুল। সেখানে রাফালে নিয়ে ফের প্রধানমন্ত্রীর দিকে আক্রমণ তীব্র করেন। অনিল আম্বানিক সুবিধা পাইয়ে দিতে প্রধানমন্ত্রী মোদী নতুন চুক্তি করেছেন বলে অভিযোগ রাহুলের। তাঁর দাবি, গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, রাফালে যুদ্ধ বিমান নিয়ে নতুন চুক্তিতে তাঁর কিছুই করার ছিল না।
গোয়ার মুখ্যমন্ত্রীর ওএসডি রাহুলের বক্তব্যকে নক্ক্যারজনক বলেছেন। টুইট করে তিনি বলেছেন, রাহুল মিথ্যাবাদী। রাহুল গান্ধী পারিক্করের সঙ্গে দেখা করে তাঁর মায়ের প্রার্থনা কথা জানিয়েছিলেন বলে দাবি করেছেন গোয়ার মুখ্যমন্ত্রীর ওএসডি। রাহুল নাকি জানিয়েছিলেন, তাঁর মা চান দ্রুত সুস্থ হয়ে উঠুন পারিক্কর।
This guy is a compulsive liar. He came saying he wants to convey his & his mother’s wishes for a speedy recovery. CM met him out of decency. Now he shamelessly lies about him - a person who is fighting cancer without compromising on his commitments to his people. Disgusting! https://t.co/Gx7Ce5qz7E
— Prasanna Karthik R (@prasannakarthik) January 29, 2019
গত বছরের ফেব্রুয়ারি থেকে ক্যানসারের চিকিৎসা চলছে পারিক্করের। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, পরবর্তী সময়ে দিল্লি, মুম্বই, গোয়ায় তাঁর চিকিৎসা চলে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গোয়ার কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কাভলেকর মঙ্গলবার জানিয়েছিলেন, রাহুল গান্ধী এবং পারিক্করের মধ্যে বৈঠক হয়েছিল ৫ মিনিট। রাফালের অডিও টেপ নিয়ে তাদের মধ্যে কোনও কথাই হয়নি বলেও জানিয়েছিলেন তিনি। এমাসের শুরুতে রাফালে নিয়ে অডিও টেপ প্রকাশ করেছিল কংগ্রেস। কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা দাবি করেছিলেন অডিও টেপে যাঁদের গলা রয়েছে তাঁদের একজন হলেন, গোয়ার মুখ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। গোয়ার মন্ত্রী পাল্টা বলেছিলেন অডিওটি তৈরি করা হয়েছে।