For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব ইস্যুতে ফের উত্তপ্ত অসম! বিলের বিরোধিতায় সরকারের সমর্থক দলও

নাগরিকত্ব ইস্যুতে ফের উত্তপ্ত অসম। শনিবার কেন্দ্রের সিটিজেনশিপ(অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬-র বিরুদ্ধে বিক্ষোভ দেখান বহু মানুষ। অসম-সহ উত্তর পূর্বের সাতটি রাজ্যের আটটি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বিক্ষোভ

Google Oneindia Bengali News

নাগরিকত্ব ইস্যুতে ফের উত্তপ্ত অসম। শনিবার কেন্দ্রের সিটিজেনশিপ(অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬-র বিরুদ্ধে বিক্ষোভ দেখান বহু মানুষ। নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের ব্যানারের প্রায় ২০০ বিক্ষোভকারী গুয়াহাটির দিঘলিপুখুরিতে বিক্ষোভ দেখান। অসম-সহ উত্তর পূর্বের সাতটি রাজ্যের আটটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

নাগরিকত্ব ইস্যুতে ফের উত্তপ্ত অসম! বিলের বিরোধিতায় সরকারের সমর্থক দলও

সিটিজেনশিপ(অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬-র মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

অল অসম স্টুডেন্টস ইউনিয়নের প্রধান পরামর্শদাতা এবং এনইএসও-র চেয়ারপার্সন সমুজ্জল ভট্টাচার্য বলেছেন, উত্তর-পূর্ব কখনই অবৈধ বাংলাদেশিদের ডাম্পিং গ্রাউন্ড হতে পারে না। কেন্দ্রের মোদী সরকারকে বিষয়টি নিয়ে তারা সতর্কও করেন। যদি প্রয়োজন হয়, তাহলে রাস্তায় হাজারে হাজারে মানুষ প্রতিবাদে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ এনইএসও-কে সমর্থন জানিয়েছেন। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তরফে বেশ কয়েকঘণ্টার জন্য ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পাঁচটি অন্য ছাত্র সংগঠন রাজভবনের সামনে বিক্ষোভ দেখায়।

বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদী সমালোচনা করেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তাঁর দাবি, ২০১৬-র নির্বাচনী প্রচারে অসমে গিয়ে, মোদী বলেছিলেন বাংলাদেশি মুক্ত অসমের কথা। এখন সেই মোদীই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাল কার্পেটে স্বাগত জানাচ্ছেন। বিলটির বিরোধিতা করায় মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন তরুণ গগৈ। যদিও মেঘালয়ে মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অন্যতম সদস্য হল বিজেপি।

এদিকে অসমে সরকারের সমর্থক হয়েও অসম গণ পরিষদ বিলের বিরোধিতা করেছে। এর আগে বিলের বিরোধিতায় সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিয়েছিল তারা।

বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরওয়ালের নেতৃত্বে ১৬ সদস্যের যুগ্ম সংসদীয় দল সম্প্রতি রাজ্যের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার তিনটি জেলার প্রায় ৩০০ টি সংগঠনের সঙ্গে কথা বলেছেন। একইসঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকার প্রায় ১৩৫ টি সংগঠনের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। সংসদের সামনে এই রিপোর্ট রাখা হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরওয়াল।

অসম বিজেপির মুখপত্র রাজদীপ রায় বলেছেন, বরাক উপত্যকার প্রায় ৯৯ শতাংশ মানুষ এই বিলের পক্ষে।

English summary
Several organisations in Assam is protesting against the move to grant citizenship to Hindu Bangladeshi immigrants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X