For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌নির্ভয়া মামলার বিচারককে সুপ্রিম কোর্টে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ

‌নির্ভয়া মামলার বিচারককে সুপ্রিম কোর্টে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ

Google Oneindia Bengali News

২০১২ সালে নির্ভয়া গণধর্ষণ–খুনের মামলার চার আসামির বিরুদ্ধে সম্প্রতি যে দায়রা আদালতের বিচারক মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন, সেই সতীশ কুমার অরোরাকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ করা হল।

‌নির্ভয়া মামলার বিচারককে সুপ্রিম কোর্টে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ


দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে পাতিয়ালা হাউস আদালতের জেলা বিচারককে। চিঠিতে বলা হয়েছে যে সতীশ কুমার অরোরাকে প্রাথমিকভাবে একবছরের জন্য ডেপুটেশনে পাঠানো হল। প্রসঙ্গত, সতীশ অরোরা নির্ভয়ার মা–বাবার দ্বারা দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়াটি দ্রুত করার জন্য দায়ের করা আবেদনের শুনানি করছিলেন। নির্ভয়া সংক্রান্ত আবেদনের শুনানির জন্য আদালত দ্রুত নতুন বিচারক নিয়োগ করবে।

সতীশ অরোরাই নির্ভয়ার চার দোষীদের প্রথম মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন, যা ছিল ২২ জানুয়ারি, সকাল সাতটার সময়। ক্ষমা প্রার্থনার আবেদন করে চার দোষীদের মধ্যে এক পবন, যা সুপ্রিম কোর্টে ও পরে রাষ্ট্রপতির কাছেও খারিজ হয়ে যায়। এরপরই সতীশ কুমার নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করেন, যা ১ ফেব্রুয়ারি ভোর ছ’‌টার সময়।

English summary
A letter sent by Registrar General, Delhi High Court, to the District Judge, Patiala House Courts said that Arora would be initially joining on deputation for a year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X