For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ বছর পর নীতীশের সঙ্গে একমঞ্চে মোদী! পটনা থেকে বিরোধীদের দিলেন বার্তা

দেশ জুড়ে চলছে বিজেপির বিজয় সংকল্প র‍্যালি। এদিন সেই কর্মসূচি উপলক্ষে পাটনার গান্ধী ময়দানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Google Oneindia Bengali News

দেশ জুড়ে চলছে বিজেপির বিজয় সংকল্প র‍্যালি। এদিন সেই কর্মসূচি উপলক্ষে পাটনার গান্ধী ময়দানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২০০৯ সালের পর বিহারে মঞ্চ ভাগ করে নিলেন মোদী ও নীতীশ। বিহার থেকে রবিবারই মোদী যাবেন আমেথিতে। অস্ত্র কারখানার উদ্বোধনে।

 ৯ বছর পর নীতীশের সঙ্গে একমঞ্চে মোদী! পটনার মঞ্চ থেকে বিরোধীদের দিলেন বার্তা

পাটনার গান্ধী ময়দানের সভা থেকে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিরোধীরা তাঁকে সরকার থেকে সরাতে চান। আর তিনি দেশ থেকে সন্ত্রাসবাদ দূর করতে চান। যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে কথা বলার দরকার ছিল, তখন দিল্লিতে ২১ দলের জোট এনডিএ-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাল। মানুষ এইসব ঘটনা ভুলবে না। সেনাবাহিনীকে উৎসাহিত করার পরিবর্তে বিরোধীরা এমন সব কথা বলছেন, যাতে শত্রুর মুখে হাসি ফুটছে। এপ্রসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত বিরোধীরা এই হামলা নিয়ে প্রমাণ চেয়েছেন।

[আরও পড়ুন: বিজেপির বিজয় সংকল্প যাত্রা ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি! পুলিশি বাধায় উত্তেজনা][আরও পড়ুন: বিজেপির বিজয় সংকল্প যাত্রা ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি! পুলিশি বাধায় উত্তেজনা]

পাটনার গান্ধী ময়দানে পশুখাদ্য কেলেঙ্কারির কথা উল্লেখ করেন মোদী। কটাক্ষ করে তিনি বলেন, পশুখাদ্যের নাম করে এখানে সব কিছু চলত। তাঁর সরকারই মিডলম্যান এবং দুর্নীতি রোধে এগিয়ে এসেছে বলে দাবি করেছএন মোদী। প্রধানমন্ত্রী বিহার প্রসঙ্গে বলেন, কেন্দ্রে রয়েছে এনডিএ-র সরকার। আর রাজ্যেও তাই। ফলে দ্রুত গতিতে উন্নয়ন চলেছে এই রাজ্যে। এব্যাপারে পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন তিনি।

[আরও পডুন: জেলায় ভোটে বিরোধী মোকাবিলার উপায়! বাতলে দিলেন জ্যোতিপ্রিয় ][আরও পডুন: জেলায় ভোটে বিরোধী মোকাবিলার উপায়! বাতলে দিলেন জ্যোতিপ্রিয় ]

নিজের ভাষণে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে এনডিএ-র ফল নিয়ে আশ্বাস দেন। তিনি বলেন, বিহারের এনডিএ- ৪০টির সবকটিতেই জয়লাভ করবে। বিজেপির সঙ্গে জেডিইউ-এর জোট প্রসঙ্গে তিনি বলেন, বিহারের উন্নয়নের জন্যই এই জোট।

[আরও পড়ুন:যোগী রাজ্যে জোর ধাক্কা!মোদীর সাংসদ যোগ দিলেন রাহুলের দলে ][আরও পড়ুন:যোগী রাজ্যে জোর ধাক্কা!মোদীর সাংসদ যোগ দিলেন রাহুলের দলে ]

English summary
PM Modi first addressed NDA Sankalp rally in Bihar’s Patna in the afternoon. This was the first political rally since 2009, when chief minister Nitish Kumar and the Prime Minister shared the dias.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X