For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াইনাদে প্রার্থী রাহুল! কংগ্রেসের কাছে জবাব চাইল সিপিআই

কেরলের ওয়াইনাদ থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রতিক্রিয়া জানাল বামেরা। এই ঘটনায় বিরোধী জোট আঘাতপ্রাপ্ত হবে।

  • |
Google Oneindia Bengali News

কেরলের ওয়াইনাদ থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রতিক্রিয়া জানাল বামেরা। এই ঘটনায় বিরোধী জোট আঘাতপ্রাপ্ত হবে। জানিয়েছেন সিপিআই নেতা ডি রাজা। কেননা ওয়াইনাদ আসন থেকে সাধারণত প্রতিদ্বন্দ্বিতা করেন সিপিআই প্রার্থী।

ওয়াইনাদে প্রার্থী রাহুল! কংগ্রেসের কাছে জবাব চাইল সিপিআই

রাহুল গান্ধী ওয়াইনাদ থেকে লড়াই করতে পারেন, এই জল্পনা চলার সময় প্রতিক্রিয়া দিয়েছিলেন ডি রাজা। তিনি বলেছিলেন, যদি কেরলেই কেউ সিপিআই-এর বিরুদ্ধে লড়াই করেন তাহলে আলাদা। কিন্তু যদি রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেন, বামেদের বিরুদ্ধে লড়াই করেন কংগ্রেস সভাপতি, তাহলে চিন্তা করতে হবে হবে, তিনি দেশকে কী বার্তা দিতে চাইছেন।

[আরও পড়ুন: আমেথি ছাড়াও কেরল থেকেও প্রতিদ্বন্দ্বিতা রাহুলের! কংগ্রেস সভাপতির লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে][আরও পড়ুন: আমেথি ছাড়াও কেরল থেকেও প্রতিদ্বন্দ্বিতা রাহুলের! কংগ্রেস সভাপতির লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে]

প্রশ্নের উত্তরে ডি রাজা বলেছিলেন, এই ঘটনায় বিরোধী জোট আঘাতপ্রাপ্ত হবে। কংগ্রেসকে জবাব দিতে হবে, জাতীয় পর্যায়ে কারা লড়াই করছে। কেরলে এলডিএফ এবং ইউডিএফ একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। সবরিমালা ইস্যুতে কংগ্রেস বিজেপির সঙ্গে সাইড হয়ে গিয়েছে। কংগ্রেসকে মনে রাখতে হবে এটা শুধুমাত্র নির্বাচনী লড়াই নয়, এই লড়াই সামাজিক-রাজনৈতিক লড়াইয়ের মধ্যেও পড়ে যাচ্ছে। কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী প্রত্যাহার করা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন সিপিআই রাজ্য নেতৃত্ব।

[আরও পড়ুন:নামদার নয়, কামদার প্রার্থী চাই আমেথিতে! ওয়াইনাদে লড়াই নিয়ে রাহুলকে কটাক্ষ বিজেপির][আরও পড়ুন:নামদার নয়, কামদার প্রার্থী চাই আমেথিতে! ওয়াইনাদে লড়াই নিয়ে রাহুলকে কটাক্ষ বিজেপির]

[আরও পড়ুন: রাহুলের পরাজয় নিশ্চিত করতে ডাক কারাতের! বিজেপি নয়, লড়াই বামেদের বিরুদ্ধে, বলছে সিপিএম][আরও পড়ুন: রাহুলের পরাজয় নিশ্চিত করতে ডাক কারাতের! বিজেপি নয়, লড়াই বামেদের বিরুদ্ধে, বলছে সিপিএম]

English summary
Opposition unity hits on Rahul Gandhi's contest crom Wayanad, Said CPI leader D Raja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X