For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যার জাল ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে বিরোধীরা, সুযোগ পেয়েই গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী

মধ্যপ্রদেশে রাজগড় জেলায় এক অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে উঠে সরকারি অনুষ্ঠানকেই বিরোধী দলকে জবাব দেওয়ার মঞ্চ হিসাবে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে রাজগড় জেলায় এক অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে উঠে সরকারি অনুষ্ঠানকেই বিরোধী দলকে জবাব দেওয়ার মঞ্চ হিসাবে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা মিথ্যা বলে বিভ্রান্তি তৈরি করছে, নেতিবাচকতা ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

মিথ্যার জাল ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে বিরোধীরা : মোদী

মূলত কংগ্রেসকেই এদিন আক্রমণের নিশানা করেন মোদী। কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিরোধী দলগুলি বিজেপি সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। অথচ বিজেপি সরকার মানুষের স্বার্থে কাজ করে চলেছে।

মোদী বলেছেন, মানুষ বিজেপি ও তার সরকারকে বিশ্বাস করেন। যাঁরা মিথ্যা ও কুৎসা ছড়াচ্ছেন, বিভ্রান্তি তৈরি করছেন তাঁরা সত্যতার ধারেকাছেও নেই।

এদিন জনসংঘ যা থেকে বিজেপি তৈরি হয়েছে, তার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জন্মদিবসে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নই দেখেছিলেন শ্যামাপ্রসাদ। যুব সমাজকে শক্তিশালী করলে তাঁরাই দেশ শাসন করবে। আর সেজন্যই কেন্দ্র স্টার্টআপ, মেক-ইন ইন্ডিয়ার মতো প্রকল্প শুরু করেছে।

এবছরের শেষেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। বিজেপি নেতারা ইতিমধ্যে সেরাজ্যে ঘুরতে শুরু করে দিয়েছেন। মোদীও সরকারি অনুষ্ঠানের ফাঁকে ঘুরিয়ে খানিকটা প্রচার সেরে নেন। গত ১৩ বছর ধরে মধ্যপ্রদেশে বিজেপির সরকার রয়েছে। সমাজের সব স্তরের মানুষের জন্য গেরুয়া শিবির কাজ করেছে বলে তিনি দাবি করেছেন।

প্রসঙ্গত, এদিন রাজগড়ের মোহনপুরার যে সেচ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী, এটি সেচের জল সরবরাহের পাশাপাশি এলাকায় পানীয় জলও সরবরাহ করবে।

English summary
Opposition spreading lies, pessimism and confusion, alleges PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X