For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে রেল ওভারব্রিজে পদপিষ্ট হয়ে মৃত্যু, কেন্দ্রকে তুলোধনা সম্মিলিত বিরোধীপক্ষের

মুম্বইয়ের এলফিলস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যুর ঘটনায় বিজেপিকেই দায়ী করল বিরোধীরা। রেলস্টেশনগুলিতে ন্যুনতম পরিষেবার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে শিবসেনা, কংগ্রেস, সিপিএম।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের এলফিলস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যুর ঘটনায় বিজেপিকেই দায়ী করল বিরোধীরা। রেলস্টেশনগুলিতে ন্যুনতম পরিষেবার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে শিবসেনা, কংগ্রেস, সিপিএম।

মুম্বইয়ে রেল ওভারব্রিজে পদপিষ্ট হয়ে মৃত্যু, কেন্দ্রকে তুলোধনা সম্মিলিত বিরোধীপক্ষের

শিবসেনা বিধায়ক অজয় চৌধুরী এনফিনস্টোন ব্রিজে পদপিষ্ট হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন। স্টেশনে যাত্রী নিরাপত্তা নয়, কেন্দ্র এখন বুলেট ট্রেন নিয়েই বেশি ভাবিত বলে মন্তব্য করেছে শিবসেনা।

মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মহারাষ্ট্র কংগ্রেস। স্টেশনের নাম পরিবর্তনের দিকে নজর না দিয়ে, কর্তৃপক্ষের উচিত যাত্রীদের ন্যুনতম পরিষেবা টুকু দেওয়া। টুইটার বার্তায় এমনটাই বলেছেন প্রিয়ঙ্কা গান্ধী। রেল গঠনমূলক কিছু করতে পারছে না বলে কটাক্ষ করেছেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব।

মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল।

ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেছে বিজেপি নেতৃত্ব। সরকার যথাসাধ্য চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নেতারা।


এদিকে, পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবারের পদপিষ্ট হওয়ার ঘটনায় এনফিনস্টোনে রেল ওভারব্রিজের কোনও ক্ষতি হয়নি। বৃষ্টির ফলে ব্রিজের ওপর ভিড় হয়েছিল. সেই সময় গুজব ছড়িয়ে পড়াতেই দুর্ঘটনা বলে জানিয়েছে পশ্চিম রেল।

English summary
After the tragic stampede at Elphinstone Road Station which claims 22 lives, ShivSena and Congress and other opposition took a dig at BJP for lack of basic facilities at railway stations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X