For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দয়া করে পাকিস্তানকে খুশি করার খেলাটা বন্ধ করুন', বিরোধীদের নাটকীয় আক্রমণ মোদীর

দিনভরই একাধিক প্রচার সভা। তার মাঝে মাঝে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন। লোকসভা নির্বাচনের প্রচারাভিযানের এমনই একটা ব্যস্ত দিন কাটালেন নরেন্দ্র মোদী।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

দিনভরই একাধিক প্রচার সভা। তার মাঝে মাঝে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন। লোকসভা নির্বাচনের প্রচারাভিযানের এমনই একটা ব্যস্ত দিন কাটালেন নরেন্দ্র মোদী। এই ব্যস্ততার ফাঁকেই এদিন ফের বেশ কয়েকবার বিরোধীদের দিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। এয়ার স্ট্রাইক নিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের অবস্থানকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়়ে দিলেন। তবে, আক্রমণের তীব্রতা বাড়ালেন গাজিয়াবাদের মেট্রো প্রকল্পের উদ্বোধনে। বললেন 'দয়া করে পাকিস্তানকে খুশি করার এই খেলাটা বন্ধ করুন।'

মমতা বন্দ্যোপাধ্যায় পুলওয়ামা সন্ত্রাসে ইনটেলিজেন্স ব্যর্থতা নিয়ে প্রথম থেকেই সরব। এর সঙ্গে এখন যোগ হয়েছে এয়ার স্ট্রাইক। মমকতা বন্দ্যোপাধ্যায় সাফ দাবি করেছেন সর্বদলীয় বৈঠকে নিজের মুখে এয়ার স্ট্রাইকে জঙ্গিদের মৃত্যযুর সংখ্যার হিসাবটা দিন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরে এখন এয়ার স্ট্রাইকে নরেন্দ্র মোদীকে বিদ্ধ করতে ছাড়ছেন না রাহুল গান্ধীরাও। এই পরিস্থিতিতে শুক্রবার গাজিয়াবাদে মোদী তীব্র আক্রমণ শানান বিরোধীদের। বলেন, 'সকাল ৫টা থেকে পাকিস্তান টুইট করে কাঁদতে শুরু করেছিল। এখন আমাকে কেউ বলুক পাকিস্তানের মুখ কোনটা? যে সবসময় বলবে আমাকে মেরেছে, আমাকে মেরেছে। আমাদের লোকেরা বলছে আরে মেরেছেন তো প্রমাণ দিন! দয়া করে পাকিস্তানকে খুশি করার এই খেলাটা বন্ধ করুন।'

কানপুরে মোদীর তোপ

এদিন কানপুরের সভা থেকেও প্রধানমন্ত্রী বিরোধীদের তোপ দাগেন। গাজিয়াবাদে আসার আগে কানপুরে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত আমাদের সেনার গর্বকে ম্লান করতে নানা ধরনের চেষ্টা চলছে। আমরা কি তাদের ক্ষমা করতে পারব যাদের বক্তব্য পাকিস্তানকে খুশি করছে? বিশ্ব পাকিস্তানের উপরে চাপ তৈরি করছে। কিন্তু দেশের কিছু মানুষের বক্তব্য পাকিস্তানকে সাহায্য করছে।'

কানপুরে উদ্বোধনে মোদী

কানপুরে এদিন বেশকিছু প্রকল্পের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী।

শৈব আরাধনায় মোদী

এদিন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোতেও বসেন প্রধানমন্ত্রী।

নারী দিবসে নারী-দের কথা

নরেন্দ্র মোদী বারাণসী-তেও এদিন বলেন, 'যখন আমাদের সেনারা মিশন সম্পূর্ণ করল, আমদের কন্যাসন্তানরা অনুভব করছে যদি তাঁরা সুযোগ পায় তাহলে তাঁরাও কিছু অ্যাচিভ করতে পারে। আজকে আমাদের কন্যা সন্তানরা যুদ্ধবিমান উড়াচ্ছে। জলপথে নৌকা নিয়ে বিশ্ব প্রদক্ষিণ করছে।'

সশস্ত্র বাহিনী-তে মহিলাদের জন্য স্থায়ী কমিশন

বারাণসী-কেই এদিন তাঁর প্রচারাভিযানের প্রথম গন্তব্যস্থল করেছিলেন মোদী। নারী দিবস উপলক্ষে তিনি মহিলাদের জন্য সরকারের একাধিক পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, 'সশস্ত্র বাহিনীতে মহিলাদের জন্য স্থায়ী কমিশন তৈরিতে সিদ্ধান্ত হয়েছে। আমাদের জওয়ানদের বীরত্বে পুরুষরা যখন গর্ব অনুভব করছে, কন্যা সন্তানরাও মনে করছেন সুযোগ পেলেও তারাও এমন কিছু করতে পারেন।'

English summary
Prime Minister Narendra Modi again attacks the opposition over Air Strike issues. He claims opposition's comments help Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X