For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে ছাড়াই ঠিক হয়ে গেল বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী! মার্গারেট আলভার নাম ঘোষণা শরদ পাওয়ারের

উপরাষ্ট্রপতি (Vice President) পদে নির্বাচন হচ্ছে ৬ অগাস্ট। বিজেপি (bjp) তথা এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। এদিন এনসিপি (NCP) সুপ্রিমো শরদ পা

Google Oneindia Bengali News

উপরাষ্ট্রপতি (Vice President) পদে নির্বাচন হচ্ছে ৬ অগাস্ট। বিজেপি (bjp) তথা এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। এদিন এনসিপি (NCP) সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Pawar) বাড়িতে হওয়া বৈঠকে প্রবীন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে (Margaret Alva) উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং আপের (AAP) কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

 শরদ পাওয়ারের ঘোষণা

শরদ পাওয়ারের ঘোষণা

এদিন নিজের বাড়িতে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পরে শরদ পাওয়ার বলেন ১৭ টি দল সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে মার্গারেট আলভার ব্যাপারে। মার্গারেট আলভা মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল করবেন বলে
জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ওই দিনই উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শরদ পাওয়ার বলেন, এই ১৭ টি দলের মধ্যে কংগ্রেস, এনসিপি, আরজেডি, সিপিআই, সিপিএম, ডিএমকে, এমডিএমকে, এসপির মতো দলগুলি রয়েছে। বৈঠকে যেসব নেতা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে রয়েছেন
কংগ্রেসের মল্লিকার্দুন খারগে এবং জয়রাম রমেশ, সিপিআইএম-এর সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা এবং বিনয় বিশ্বম, শিবসেনার সঞ্জয় রাউত, ডিএমকের টিআর বালু এবং তিরুচি শিবা, এপির রামগোপাল যাদব, এমডিএমকের
কেকো ও ভাই, আরজেডির এডি সিং, আইএমইউএল-এর মহঃ বশির, কেরল কংগ্রেস (এম) জোসে কে মানি।

১৭+২ দলের সমর্থন

১৭+২ দলের সমর্থন

এদিনের বৈঠকে সিপিআই-এর তরফে হাজির ছিলেন ডি রাজা। তিনি জানিয়েছেন, বৈঠকে এদিন ১৭ টি দল উপস্থিত ছিল। তারা সবাই মার্গারেট আলভার নামে সমর্থন করেছেন। এছাড়াও তিনি তৃণমূলের ও আপের নামও করেছেন।
তারা এই নামেই সমর্থন করবেন বলে আশাপ্রকাশ করেছেন ডি রাজা।
শিবসেনার সঞ্জয় রাউত বলেছেন, এই নির্বাচনে সব বিরোধীদল একসঙ্গে রয়েছে।

মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল

বিজেপির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার পরেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ে সভার পরে বিকেল চারটেয় কালীঘাটের বাড়িতে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিন জগদীপ ধানখড়ের বিরুদ্ধ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে বিরোধী দলগুলি বৈঠকে বসে শরদ পাওয়ারের বাড়িতে। বৈঠকের পরে শরদ পাওয়ার বিরোধী প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগেরচেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কোনও কনফারেন্স নিয়ে ব্যস্ত। বিরোধীরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছে। শরদ পাওয়ার বলেছেন, কেজরিওয়াল কয়েকদিন আগে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীযশবন্ত সিনহাকে সমর্থনের কথা জানিয়েছে। এবং খুব শিগগির মার্গারেট আলভাকে সমর্থনের কথা জানাবেন।

বিজেপি প্রার্থী ঘোষণা করেছে শনিবার

বিজেপি প্রার্থী ঘোষণা করেছে শনিবার

শনিবার বিজেপির সংসদীয় দলের বৈঠকের পরে রাজস্থানের ৭১ বছর বয়সী জাঠ নেতা তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সোমবার অর্থাৎ ১৮ জুলাই এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়ন দাখিল করবেন।

রাজ্যে নার্সিং কলেজে অধ্যক্ষ-অধ্যাপক-সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রার্থী বাছাই করবে পিএসসিরাজ্যে নার্সিং কলেজে অধ্যক্ষ-অধ্যাপক-সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রার্থী বাছাই করবে পিএসসি

English summary
Opposition's candidate for the post of Vice President of India to be Margaret Alva says NCP's Sharad Pawar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X