For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India China Face off: কেন অন্ধকারে রাখা হল? ভারত-চিন সংঘাত ইস্যুতে চাপ বাড়ছে মোদী সরকারের

ফের একবার সংঘাতে ভারত এবং চিনের বাহিনী। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC- পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা লালফৌজের। আর তা রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী। ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

  • |
Google Oneindia Bengali News

India-China Border Clash: ফের একবার সংঘাতে ভারত এবং চিনের বাহিনী। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC- পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা লালফৌজের। আর তা রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী। ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

ভারত-চিন সংঘাত ইস্যুতে চাপ বাড়ছে মোদী সরকারের

চিনের দাদাগিরি ইস্যুতে ফের একবার মোদী সরকারকে একহাত বিরোধীদের। কংগ্রেস সহ সমস্ত বিরোধী শক্তিগুলিই এই বিষয়ে সরব হয়েছে। এমনকি আগামীকাল মঙ্গলবার শীতকালীন অধিবেশনেও বিষয়টি নিয়ে সরব বিরোধীরা হবে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে সরব হয়েছে বিরোধীরা। যা নিঃসন্দেহে মোদী সরকারের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেস সাংসদ রণদ্বীপ সূর্যওয়ালা বলেন, গত দুই বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে ভারতের একাধিক এলাকাতে নিজেদের দাদাগিরি চালাচ্ছে চিন। এই অবস্থায় কোথায় প্রধানমন্ত্রী? অবিলম্বে প্রধানমন্ত্রী মোদী লোকসভা এবং রাজ্য সভাতে আসা উচিৎ বলেও দাবি কংগ্রেস নেতার।

শুধু তাই নয়, ভারত এবং চিন সীমান্তে কি অবস্থা তা সবাইকে জানানোর দাবিও জানিয়েছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অরুণাচল প্রদেশের খবর খুবই চিন্তার বিষয় বলে দাবি করেছেন এআইএমআইএময়ের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াসি। তাঁর দাবি, ভারত এবং চিনের সেনার মধ্যে সংঘাত ঘটল। আর কয়েকদিন দেশের মানুষকে কেন্দ্রীয় সরকার অন্ধকারে রাখল বলে দাবি মিম নেতার। যেখানে অধিবেশন চলছে সেখানে এই বিষয়ে জানানো হল না? প্রশ্ন তাঁর।

যদিও এই ঘটনা নিয়ে একেবারে স্পিকটি নয় কেন্দ্রীয় সরকার। এমনকি মন্তব্য করেননি কোনও বিজেপি নেতাই। বলে রাখা প্রয়োজন, গত ৯ তারিখ Tawang সেক্টরের বিতর্কিত Yangtse এলাকাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই ঘটনা ঘটে।

আর এই সংঘাতে দুই দেশেরই একাধিক জওয়ান আহত ((India-China Face-Off) বলে খবর। ভারতের দিকে ৩০ জনেরও বেশি জওয়ানের আহত হওয়ার খবর সামনে আসছে। তাঁদের অসমের একটি সেনা হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলে খবর। এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলেই খবর।

English summary
opposition raises question, why India China face off information comes late
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X